ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুরবানীর হাটে পুলিশ-জনতা সংঘর্ষ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৪-৬-২০২৪ বিকাল ৬:২১

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কোরবানির পশুর হাটকে ভেঙ্গে দেয়াকে কেন্দ্র করে পুলিশ-এলাকাবাসীর মধ্যে উত্তেজনার ঘটনায় ৩৩জননের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০/৮০জন আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম এলাকার রুহুল আমিনের ছেলে রুবেল মিয়া (২৯), সতীরজান এলাকার লাল মিয়ার ছেলে মজিবুর রহমান (৫১) উত্তর ধর্মপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মামুন অর রশিদ (২৯)। পুলিশের হাতে গ্রেফতার ও হয়রানী এড়াতে পুরুষ শূন্য হয়ে পড়েছে আশেপাশের কয়েকটি গ্রাম। 

গত বুধবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদারহাটে এ ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজনের প্রতিরোধের মুখে পুলিশ মোটর বাইক ফেলে সটকে পড়েন। পরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাইবান্ধার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

স্থানীয়দের অভিযোগ, অন্যান্য বছরের মতো চলতি বছরও মজুমদারহাটটি এক বছরের জন্য ইজারায় ডেকে নেন ইজারাদাররা। সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন থেকে তাদের জানানো হয় ওই হাটে পশুরহাট বসানোর কোন অনুমতি নেই। তারা পশুরহাট বসানোর জন্য আবেদন করেও কোন ফল না পেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১১ জুন হাইকোর্ট এর আইনজীবী মো: নূরনবী একটি উকিল নোটিশ প্রদান করেন। এ প্রেক্ষিতে গাইবান্ধা জেলা প্রশাসন ও সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন তাদের মৌখিভাবে পশুরহাট চালানোর নির্দেশ দেন বলে তারা দাবী করেন। 

তারা আরও অভিযোগ করেন, সুন্দরগঞ্জ থানা পুলিশ তাদের কাছে এক লাখ টাকা উৎকোচ দাবি করে। বারবার থানায় তলব করার পর ইজারাদার কমিটি থানায় গিয়ে কিছু টাকা দেয়ার রাজি হলেও পুলিশ ৫০ হাজার টাকার নিচে নামবে না বলে জানিয়ে দেয়। এ নিয়ে বারবার দেন দরবার এবং দর কষাকষির এক পর্যায়ে গত বুধবার বিকেলে হাটে পশু কেনা বেচা শুরু হলে আকষ্মিকভাবে দুই মোটরসাকেলে তিনজন পুলিশ এসে হাটের বেচাকেনা বন্ধ করতে বলে। এ সময় তারা বিনা উস্কানীতে হাটে আসা ক্রেতা এবং বিক্রেতাদের ছত্রভঙ্গ করতে তিন রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এতে লোকজন ভিতসন্ত্রস্ত হয়ে হাটের মধ্যে ছোটাছুটি শুরু করলে বেশ কয়েকটি গরু-ছাগল হারিয়ে যাওয়ার অভিযোগও আছে। এ ঘটনায় ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন আহত হন। হারিয়ে যায় অনেক মালামাল। এক পর্যায়ে লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ সদস্যরা সটকে পড়েন। পরে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাইবান্ধার সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

এদিকে ঘটনার পর রাতে কয়েকটি বাড়ি থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় এলাকাটি গ্রেফতার আতঙ্কে বর্তমানে কয়েকটি গ্রাম পুরুষ শূণ্য হয়ে পড়েছে। ঈদুল আযহার আর মাত্র কয়েকদিন বাকী থাকলেও ভয়ে বাড়ি ফিরতে পারছেন না গ্রামবাসীরা। 

শান্তিরাম গ্রামের সত্তরোর্ধ বৃদ্ধা রোকেয়া বেওয়া এ প্রতিবেদককে কান্নাজড়িত কন্ঠে জানান, কুরবানীর ঈদ আর কয়েকদিন বাকী। এরমধ্যেই পুলিশের গ্রেফতার অভিযান ও হয়রানীর ভয়ে পাঁচগাছি শান্তিরাম, খামার ধুবনী, সতীরজান, উত্তরধর্মপুর গ্রাম পুরুষ শূণ্য হয়ে পড়েছে। এবারের ঈদ তাদের জন্য অনেক কষ্টকর হয়ে উঠেছে। ঈদের কুরবানী কেনা, শিশুদের নতুন কাপড় কেনা এবং ঈদের খাদ্য সামগ্রী ক্রয় করা সম্ভব না হওয়ায় চরম দু:খে রয়েছেন তারা। এমনই অভিযোগ করেছেন অমিরন বেগম (৫৫), মুক্তা বেগম (৩৫), হাজেরা বেওয়া (৬৫)। তারা বলেন, ”এই প্রথম এমন দুঃখের ঈদ আসছে আমাদের জীবনে। পুলিশের অতি বাড়াবাড়ির কারণেই এই ঘটনা ঘটেছে। কিন্তু ফলভোগ করছে নিরীহ এলাকাবাসী”। 

এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মোবাইল ফোনে জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে আরও ৭০ থেকে ৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক