বালিয়াটি জমিদার বাড়িতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রেগুলোর পাশাপাশি মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটী জমিদার বাড়িতে মানুষের ঢল নেমেছে। এখানে নারী-পুরুষ,শিশু-কিশোর সকলে মিলে ঈদের আনন্দ উপভোগ করতে ভীড় জমায় সকাল থেকেই।
বালিয়াটি জমিদার বাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের জমিদার বাড়ি। ঈদুল আযহার সরকারী ছুটি শেষে অফিস খুললেও বালিয়াটী জমিদার বাড়িতে কমেনি দর্শনার্থীদের ভিড়। এখানে পরিবারের সদস্যদের সাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করতে প্রবেশ ফি লাগছে মাত্র ৩০ টাকা।
জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িটি। “গোবিন্দ রাম সাহা” বালিয়াটি জমিদার পরিবারের গোরাপত্তন করেন। ১৮ শতকের মাঝামাঝি সময়ে তিনি লবণের ব্যবসায়ি ছিলেন। এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। এই প্রাসাদ চত্বরটি প্রায় ১৬,৫৫৪ বর্গমিটার জমির উপর ছড়িয়ে থাকা ৭টি দক্ষিণমুখী দালানের সমাবেশ। এই জমিদার বাড়িটি বাংলাদেশ প্রত্বতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত হয়ে আসছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, বালিয়াটি জমিদার বাড়িটি কেন্দ্র করে, এখানে প্রায় মেলার মত বসেছে। বাহিরে শত শত মটর সাইকেল রাখা, সারি সারি ব্যক্তিগত যানবাহন। গেটে সংলগ্ন টিকিট কাউন্টারে হালকা জট। ছোটদের জন্য ২০ টাকা এবং প্রাপ্ত বয়স্কদের প্রতিজনের টিকিট মূল্য ৩০ টাকা।
ঢাকার সাভার থেকে বেড়াতে আসা মাসুদুর রহমান বলেন, আমরা বিভিন্ন মাধ্যম বিশেষ করে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বালিয়াটি জমিদার বাড়ির কথা শুনে এবারই প্রথম পরিবারকে নিয়ে এসেছি। এটা অসাধারণ একটা জায়গা। এখানে আসতে ও অনেক সহজ হয়েছে। যাতায়াতের রাস্তা অনেক ভাল। সব মিলিয়ে অনেক ভাল লেগেছে। সময় পেলে আবার আসবো।
কুমিল্লা থেকে আসা রাওজান আমিন বলেন, অনেক দিন ধরেই বালিয়াটি জমিদার বাড়ি দেখার ইচ্ছে ছিল। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে এবার আসলাম। চারপাশ ঘুরে ঘুরে দেখলাম, অনেক কিছুই জানতে পারলাম। তবে আরো বেশি পর্যটকের আগমনের লক্ষে তাদের জন্য ভাল মানের খাবার হোটেল ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের থাকার ব্যবস্থা করা হলে অনেক ভাল হবে।
বালিয়াটি ইউনিয়নের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বলেন, ঢাকা ও মানিকগঞ্জ থেকে যাতায়াত ব্যবস্থা বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। তাছাড়া বিগত ১৫ বছরের একাধিক প্রকল্প এ জমিদার বাড়িতে বাস্তবায়ন করা হয়েছে। ফলে দিন দিন পর্যটকদের আনা গোনা বেশী দেখা যাচ্ছে।
বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদের কেয়ারটেকার ইব্রাহিম বলেন, সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন এ ঐতিহ্যবাহি জমিদার বাড়িতে। দুই ঈদ , বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশী পর্যটকরা ভিড় করে বেশী। আমাদের টিকিট মূল্য কম এবং ঢাকার অত্যন্ত কাছে হওয়াতে সবার পছন্দ এ পর্যটন কেন্দ্রটি। এদিকে এক টিকিটেই সকাল থেকে বিকাল পর্যন্ত বেড়ানো যায় এ জমিদার বাড়িতে । তাছাড়া জমিদার বাড়ির পাশের ভাল খাবারের ব্যাবস্থা, নাস্তার দোকান, খেলার মাঠ, মসজিদ রয়েছে। বেড়াতে আসলে সকল চাহিদা মেটানো যায়।
বালিয়াটি জমিদার বাড়ির আরেক কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, এবার ঈদের পরের দিন মঙ্গলবার থেকে জমিদার বাড়িটি টানা শুক্রবার নিয়ে ৪ দিন খোলা রয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ বেড়াতে আসছেন। এত বেশী আসছে যে, আমাদের নিয়ন্ত্র করা কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও সাধারণ মানুষদের বিনোদন দেবার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমাদের এ ঈদ মৌসুমে আনুমানিক ৩ লক্ষ টাকার টিকিট বিক্রি হতে পারে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শান্তা রহমান বলেন, ঈদ উপলক্ষে পর্যটকদের ভিড় কমেনি বালিয়াটি জমিদার বাড়িতে। তাছাড়া নাহার গার্ডেন এবং সাটুরিয়ার ধলেশ^রী নাদীতে বর্ষার পানি এসেছে। এখানেও পর্যটকরা ভিড় জমাচ্ছেন। সাটুরিয়ায় বাড়তি পর্যটকদের কথা চিন্তা করে আমাদের প্রশাসনের বাড়তি নজরদারি রয়েছে।
এমএসএম / এমএসএম

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বড়লেখায় তৃতীয় লিঙ্গের ১ বাংলাদেশি ও ২০ রোহিঙ্গাকে পুশইন

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন করবে : কয়েস লোদী
Link Copied