ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আষাঢ়ে প্রত্যাশা পূরণের অপেক্ষায় হালদার ডিম আহরণকারীরা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৬-২০২৪ বিকাল ৫:৩৬

‘জো’র পরে জো য্যার, হালদাততো ডিমের দেহা নাই। আষাঢ় মাইস্যে ঝড়ত পানি বাইরলি; ওয়াইস্যে-পুর্ণিমার জো’র ছাড়া মাছে ডিমে ছাড়ে। এহন আষাঢ় মাস, এই মাসঅত মাছে ডিমে ছাড়িবু পানলার।’ Ñঅর্থাৎ  জো’র পর জো যাচ্ছে, ডিমের দেখা নেই। আষাঢ় মাসের বৃষ্টিতে পানি বাড়লে অমাবস্যা বা পূর্ণিমার জো ছাড়াই মা মাছ ডিম ছাড়ে। এখন আষাঢ় মাস, এই মাসে মাছে ডিম ছাড়বে মনে হচ্ছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এভাবে বলছিলেন এক ডিম সংগ্রহকারী। গত বৃহস্পতিবার থেকে ২৪ জুন পর্যন্ত প্রজনন মৌসুমের শেষ জো চলবে এ জো’র মধ্যে মা মাছ ডিম ছাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও মৎস্য কর্মকর্তারা।  কিন্তু  এ সময়ের মধ্যে মা মাছ ডিম না ছাড়লে এবছরের মত নৌকা জাল গুটিয়ে হতাশ মনে ফেরার কথা থাকলেও আষাঢ় মাসে জোঁ ছাড়াই বজ্রসহ প্রবল বর্ষণে পাহাড়ী ঢলে ডিম ছাড়ার ইতিহাস আছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। হালদা নদীর মাছের ডিমের উপর নির্ভরশীল মৎস্যজীবিরা মনে করেন এক সময়ে জীববৈচিত্র্যের ভরপুর হালদাকে সুপরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে।   মা মাছ নিধন ও পানি দুষণ থেকে এই নদীকে রক্ষায় যাদের উপর দায়িত্ব রয়েছে তারা বরাবরেই ছিল উদাসিন। মৎস্য বিভাগ বিভিন্ন সময় হালদার জীববৈচিত্র্য রক্ষার নামে মনগড়া প্রকল্প কর্মসূচি নিয়ে কাজ করেছে। এতে কোনো দেখেনি সুফল দেখেনি হালদা পাড়ের মানুষ। কাঙ্কিত ডিম সংগ্রহ করতে না পারা  হতাশাগ্রস্ত মৎস্যজীবিদের অভিযোগ বছরের পর বছর মা চোরদের তৎপরতা বন্ধ করতে প্রশাসনের ব্যর্থতায় আজ নদীতে মা মাছের সংখ্যা কমেছে। নদীকে দুষণমুক্ত রাখতে পরিবেশ অধিদপ্তরের ব্যর্থতায় বছরের পর বছর নদীতে গড়িয়ে আসছে শিল্প কারখানার রাসায়নিক বর্জ্যসহ নানা ধরণের বর্জ্য। মৎস্যজীবিদের এমন অভিযোগ যৌক্তিক বলে মনে করছেন হালদা নিয়ে গবেষণা চালিয়ে আসা বিশেষজ্ঞরা।  তারাও মনে করেন হালদার জীববৈচিত্র্য রক্ষায় এই পর্যন্ত নেয়া কোনো প্রকল্পে সুফল দেয়নি। মাছ চোরদের উৎপাত, নদীর পানি দুষণের কারণে এই নদীতে মাছের সংখ্যা দিন দিন কমছে। মুক্ত পরিবেশ না থাকায় বাইর থেকে মাছ এই নদীতে প্রবেশ করছে না। বিশেষজ্ঞরা মনে করেন শুরু হওয়া পূর্ণিমাার জো’কে মা মাছ পুরোদমে ডিম না দিলে এই মৌসুমে আর ডিম পাওয়া সম্ভবনা নেই। হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার শেষ জো শুরু হয়েছে। এ জো’র মধ্যে বজ্রসহ ভারিবর্ষন হলে পুরোদমে ডিম ছাড়তে পারে মা মাছ। তবে দুই দফা নমুনা ডিম ছাড়লেও মা মাছ এখনো পুরোদমে ডিম ছাড়েনি। তিনি আরও বলেন, হালদার পানিতে প্রতিনয়ত দূষিত বর্জ্য এসে পড়ার কারণে নদীর জীববৈচিত্র্য এখন হুমকির মুখে রয়েছে। তাছাড়া নদীর অনেক স্পটে চুরি করে জাল পাতার খবরও বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে। দুষণ ও  মাছ চোরদের উৎপাতে নদীর কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার পরিবেশকে মারাত্মকভাবে বাঁধাগ্রস্ত করছে বলে জানিয়ে এই বিশেষজ্ঞের অভিমত হালদার জীববৈচিত্র্য রক্ষা করতে হলে আগে বর্জ্যে উৎস খুজে বের করে নদীর পানিকে দুষণমুক্ত রাখার ব্যবস্থা নিতে হবে। মাছ চোরদের উৎপাত বন্ধে জনসচেতনা সৃষ্টির পাশাপাশি কারা নদীতে যারা চুরি করে জাল পাতে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারলেই এই নদীর মাছের জন্য নিরাপদ হতে পারে। বিভিন্ন সুত্র থেকে খবর নিয়ে জানা যায়, হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের লালা চন্দ্র বিল, চিকনদন্ডী ইউনিয়ন, সিটি কর্পোরেশনের পাহাড়তলী ওয়ার্ডের বিল-ঝিল, নদীর দুই তীরে থাকা শত শত একর জলাবদ্ধ জমির পঁচা ঘাস, নদী ও সংযুক্ত কাটখালি খাল, খন্দকিয়া ও কুয়াইশ খাল, মগদাই, কাগতিয়া, বজ্যাখালী খালের পাড়ে থাকা মুরগি,ডেইড়ী ফার্মের বর্জ্য জোয়ার ভাটার পানিতে এসে মিশে নদীর পানিকে দুষিত করছে।  প্রসঙ্গত, ২০২০ সালে কার্প জাতীয় মাছের খনি প্রাকৃতি মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা করে সরকার। এই নদীটির জীববৈচিত্র্য রক্ষায় খাগড়াছড়ি জেলার রামগড় ও মানিকছড়ি, রাউজান,হাটহাজারী, ফটিকছড়ি, উপজেলাসহ নগরের পাঁচলাইশ থানাধীন  ৯৩ হাজার ৬১২টি দাগের ২৩ হাজার ৪২২ একর এলাকা জুড়ে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষনা করেছিল।

এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা