সন্দ্বীপে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তীতে বিভিন্ন কর্মসূচী পালন

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বা প্লাটিনাম জয়ন্তী ছিলো আজ।
দিবসটি পালন উপলক্ষে বর্নাঢ্য কর্মসূচী পালন করেছে সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগ। কর্মসূচীর মধ্যে ছিলো বর্নাঢ্য রেলী, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
উক্ত কর্মসূচীকে সফল করতে সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগ একটি বিশাল মিছিল নিয়ে উপজেলা আওয়ামীলিগের কার্যালয়ে গিয়ে একত্রিত হয়। মিছিলের নেতৃত্ব দেন পৌর আওয়ামীলিগের সভাপতি মেয়র মোক্তাদের মাওলা সেলিম ও পৌর আওয়ামীলিগের সাধারন সম্পাদক সফিকুল মাওলা।এর পর সন্দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসা আওয়ামীলিগ,যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মী মিলে একটি বর্নাঢ্য রেলী করে শহীদ বেদিতে গিয়ে পুস্পমাল্য অর্পণ করে। পুস্পস্তবক অর্পণ শেষে কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দীন বেদন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম আনোয়ার হোসেন,পৌরসভা আওয়ামীলিগ এর সভাপতি মেয়র মোক্তাদের মাওলা সেলিম,উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা,অধ্যক্ষ জামিল ফরহাদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, উপজেলা যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন সহ আওয়ামীলিগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করেছে সফলতার সাথে।পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। অনুরূপভাবে গৌরব, সাফল্য ও অর্জনের সঙ্গে আওয়ামীলীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী পালন শেষে আজ প্লাটিনাম জয়ন্তী পালন করে বিরল সৌভাগ্যের অধিকারী হয়েছে।
তারা আরো বলেন ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিমলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ করা হয়।এটি করা হয় ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিমলীগের কাউন্সিলে।
এমএসএম / এমএসএম

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
