কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, হুমকিতে পরিবেশ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে কৃত্তিমভাবে কয়লা তৈরি হচ্ছে, এতে নষ্ট হচ্ছে পরিবেশ। কারখানার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র তো দুরের কথা নিয়ম নীতির বালাই নেই। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। এ ছাড়া আশপাশের এলাকার মানুষ কাঁশিসহ নানা সমস্যায় ভুগছে এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের জালশুকা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ধলেশ্বরী নদীর পাড়ে গড়ে উঠেছে কৃত্তিমভাবে কয়লা তৈরি করা কারখানা। চারদিকে বিভিন্ন ফসলের মাঠ ও বসতবাড়ি। নদী ঘেষা কারখানায় প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন বনজ ও ফলজ গাছ কেটে বিশেষ তৈরি চুলায় কাঠ পুড়ানো হয়। এসব চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও নদীর জীববৈচিত্রের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য এবং কমে যাচ্ছে জমির উর্ব্ররতা।ইট দিয়ে চুল্লি বানিয়ে মাটির প্রলেপ দেওয়া হয়েছে। চুল্লির চারদিকে রাখা গাছের গুঁড়ি ও শুকনা কাঠ-লাকড়ি। ২টি দুটি চুল্লিতে আগুন দিলে কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়। চারপাশে বিভিন্ন আকারের গাছের গুঁড়ি রাখা হয়েছে। প্রতিটি চুল্লিতে ১৫০- ২০০ মণ কাঠ ফেলে আগুন দেওয়া হয়।
কারখানার শ্রমিক ফারুক বলেন, ইট দিয়ে বিশেষ পদ্ধতিতে চুল্লি তৈরি করা হয়েছে। প্রথমে সাটুরিয়া উপজেলাসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কাঠ সংগ্রহ করা হয়। চুল্লির মধ্যে সারিবদ্ধভাবে কাঠ সাজিয়ে একটি মুখ খোলা রেখে অন্য মুখগুলো মাটি ও ইট দিয়ে বন্ধ করে দেই। এই প্রক্রিয়া করতে ২ থেকে ৩ দিন লাগে প্রতিটি চুল্লিতে সাজাতে। বিভিন্ন ক্যামিকেল দিয়ে ৫-৭ দিন সময় নিয়ে কাঠ পুড়াই। তখন কাঠ থেকে কয়লা হয়ে যায়। আগুন নিভানোর ৩ দিন পর চুল্লিতে কয়লা গুলি বাহিরে বের করি। প্রতিটি চুল্লিতে প্রতিবার ২০০ থেকে ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। পরে এই কয়লা শীতল করে কয়লা পরিস্কার করে কেজিতে ওজন দিয়ে বস্তা বন্ধি করি। এ কয়লা মহাজন এসে নিয়ে যায়। আমাদের এসব কয়লা বিভিন্ন হোটেল ও রেস্তোরার মালিকরা কিনে নেন।
স্থানীয়রা বলেন, দিঘুলিয়া ইউনিয়নের জালশুকা গ্রামের বাসিন্দা আবুল হোসেন জালশুকা গ্রামে কৃত্তিমভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তুলেছেন। এখানে গাছের গুঁড়ি ও কাঠ দিয়ে কয়লা তৈরি হচ্ছে। কারখানায় রয়েছে দুটি চুল্লি। পাবনা জেলা থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করা হচ্ছে। ধলেশ্বরী নদীর পাড়ে গড়ে উঠেছে এ অবৈধ কয়লার কারখানা।
কারখানার শ্রমিক ফারুক আরো বলেন, এক মণ কাঠ পুড়িয়ে পাঁচ-ছয় কেজি কয়লা পাওয়া যায়। প্রতিটি চুল্লিতে প্রতি দফায় ১৫০ থেকে ২০০ মণ কাঠ পোড়ানো হয়। পোড়ানো কয়লা ঠান্ডা করে ব্যবসার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। প্রতি মণ লাকড়ি ১৬০ টাকায় কিনে প্রতি কেজি কয়লা ৩০-৫০ টাকায় বিক্রি করেন।
দিঘুলিয়া ইউনিয়নের পূলশুরা গ্রামের বাসিন্দা জুয়েল রানা বলেন, চারপাশে বাড়িঘর আর ফসলি জমি ও পাশেই ধলেশ্বরী নদী। কীভাবে দীর্ঘ দিন ধরে পরিবেশের ক্ষতি করে কয়লা তৈরির কারখানা চলছে? সারাক্ষণ কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কারণে বয়স্ক আর শিশুরা সব সময় কাশছে। তরুণ- যুবকদেরও একই অবস্থা।কয়লা কারখানার চুল্লি পর্যাপ্ত উঁচু না থাকায় কালো ধোঁয়ায় বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজ্জাক হোসেন রাজ বলেন, এমনিতেই গাছ কাটা ও তা জ্বালানি হিসেবে পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। উপরন্তু, কালো ধোঁয়া পরিবেশ ও ফসলের ক্ষতি হচ্ছে। এতে একদিকে যেমন বনজ সম্পদ নষ্ট হচ্ছে, অপরদিকে ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের শরীরে দেখা দিচ্ছে শ্বাস-প্রশ্বাসজনিত নানা রোগব্যাধি।
কারখানার মালিক আবুল হোসেন বলেন, ব্যবসা করে খাইতেছি, কারও কোন ক্ষতি করছি না। এতে কি অসুবিধা। তবে কারখানায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও স্থানীয় প্রশাসনের অনুমতি আছে কিনা জানতে চাইলে, কোন অনুমতি নেই বলে জানান তিনি।
দিঘুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিউল আলম জুয়েল বলেন, কাঠ পুড়ানোর ধোয়ায় আশপাশের বাড়িগুলোকে থাকা কষ্টকর। কয়লা কারখানার চুল্লির কারণে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ বিষয়ে এলাকার শত শত ব্যক্তির স্বাক্ষর নিয়ে আমাকে এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি উপজেলা মাসিক সমন্নয় সভায় একাধিকবার তুলে ধরেছি। তারপরও এ কয়লা তৈরির কারখানা বন্ধ করা যাচ্ছে না।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তা রহমান বলেন, বিষয়টি শুনেছি। দ্রুত সময়ে কয়লা তৈরির কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
ছবিটি দিঘুলিয়া ইউনিয়নের জালশুকা গ্রামের কয়লা তৈরির কারখানা থেকে তোলা
এমএসএম / এমএসএম
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন
রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ
নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ
মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান
চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ
এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী
শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু
তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ
যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা
নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল
আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Link Copied