মানিকগঞ্জে বস্তায় আদা চাষে ঝুকছেন কৃষক:পাচ্ছেন সফলতা

খরচ কম,লাভ বেশি হওয়ায় দিন দিন বস্তায় আদা চাষে ঝুকেছেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কৃষকরা। বাড়ির আঙ্গিনায়, অনাবাদি ও পতিত জমিসহ বিভিন্ন ছায়াযুক্ত স্থানে বস্তায় মাটি ভরে কিংবা টবে আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
ইতিমধ্যে ঔষধিগুন সম্পুর্ণ মসলা জাতীয় ফসল আদা অনাবাদি জমি ও বাড়ির আঙ্গিনাসহ ফল বাগানের ছায়াতলে চাষ শুরু করেছেন কৃষকরা। বস্তায় আদার গাছগুলি বেড়ে উঠা শুরু করেছে। হয়তো বছরের শেষে ভালো আদা সংগ্রহ করতে পারবেন এমনটাই আশা করছেন আদা চাষীরা। খাবারে স্বাদ বাড়াতে আদার জুড়ি নাই। ওষুধ শিল্পে কাচামাল হিসেবে আদার চাহিদা ব্যাপক। তাই সারাবছর আদার চাহিদা অনেক বেশি থাকে। এই পদ্ধতিতে চাষ করে সুবিধা ও লাভের কথা চিন্তা করে আরও অনেকের আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চৈত্র থেকে বৈশাখ মাসে বস্তায় আদা রোপণ করলে পৌষ-মাঘে আদা উত্তোলন করা যায়।
সরেজমিনে দেখা যায়, জেলার সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বস্তায় আদা চাষের পাশিপাশি অনেকে তাদের পতিত ও ছায়াযুক্ত জমিকে আদার চাষ করেছেন।
উপজেলায় এবছর ২০২২০টি বস্তায় এবং ৫৫ হেক্টর জমিতে আদার চাষ করা হয়েছে। যেখানে গত বছর উপজেলায় ৪২৩০টি বস্তায় এবং ৫০ হেক্টর জমিতে আদার চাষ হয়েছিল। গত বছরের তুলনায় এ বছর বস্তায় এবং জমিতে আদার চাষ বেড়েছে। আগামীতে আদার চাষ আরো বাড়বে বলে জানান এলাকার চাষিরা।
ফুকুরহাটি এলাকার চাষী আবুল কালাম আজাদ বলেন, আমি এবছর ১ হাজার বস্তায় আদা চাষ করেছে। গাছ অনেক সুন্দর হয়েছে। আশা করছি ভাল ফলন পাব। সামনের বছর আবাদ আরো বাড়াব। বস্তা পদ্ধতিতে আদা চাষে অনেক সুবিধা ও লাভজনক। কোন ধরনের দুর্যোগে ক্ষতি হয়না। প্রয়োজনে বস্তা সরিয়ে অন্য স্থানে নেয়া যায়। তাই দিন দিন এ পদ্ধতিতে চাষবাদ বাড়ছে বলে জানান তিনি।
কৃষকেরা জানান, প্রতি বস্তায় খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা। তারা আশা করছেন ভালো উৎপাদনের। তারা আরও বলেন, বস্তায় পাহাড়ি ও স্থানীয় ২ ধরনের আদা চাষ করা হয়েছে। বস্তায় আদা চাষ তুলনামূলক রোগ বালাই ও খরচ কম হয়।
উপজেলার ফুকুরহাটি ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, বস্তা ও মাটিতে আদা চাষ করতে প্রতিনিয়ত চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশিপাশি প্রয়োজনিয় পরামর্শ প্রদান করা হচ্ছে। এবছর এই ব্লকে ২৫০০ বস্তায় ও ৪ একর জমিতে আদার চাষ করেছে চাষিরা। বস্তা পদ্ধতিতে আদা চাষ অনেক সহজ। প্রথমে আদার কন্দ ছত্রাক নাশক দিয়ে শোধন করে নিতে হবে। শোধনের পর কন্দগুলো আধা ঘণ্টা ছায়ায় রেখে শুকিয়ে নিতে হবে। এরপর বালুতে আদা কন্দ পুঁতে দিতে হবে। ২০ থেকে ২৫ দিন পর কন্দ থেকে গাছ বের হয়ে চারা হবে। তখন আদার চারা সাবধানে তুলে আগে থেকে মাটি, বালু, গোবর সার, কিছু রাসায়নিক সার ও দানাদার কীটনাশক দিতে প্রস্তুত করা বস্তায় ৩ টি করে চারা লাগেতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বড় হয়ে যাবে।
সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, বস্তায় আদা চাষ পদ্ধতি একটি লাভজনক কৃষি পদ্ধতি। এ পদ্ধতিতে আদা চাষে খরচ কম,কিন্তু লাভ বেশি। আগে এই এলাকার কৃষক বস্তায় আদা চাষ করতো না। বস্তায় আদা চাষ একটি আধুনিক পদ্ধতি। যার জন্য আলাদাভাবে কোন ফসলি জমির প্রয়োজন হয় না , ফল বাগানে, পতিত জমিতে, বসত বাড়ির আনাচে-কানাচে ছায়াযুক্ত স্থানে চাষ করা যায়। এই পদ্ধতিতে প্রচলিত চাষাবাদের চেয়ে ফলন অনেক বেশি হয়। এই পদ্ধতিতে আদা চাষ করে কৃষকেরাও লাভবান হবেন এবং দেশের আদার চাহিদা অনেকটাই পুরন হবে। এই পদ্ধতিতে একদিকে যেমন মাটিবাহিত রোগের আক্রমণ অনেক কমে যায়, অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় হলে বস্তা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। বাড়ির উঠান, প্রাচীরের কোলঘেঁষে বা বাড়ির আশপাশের ফাঁকা জায়গা ছায়াযুক্ত স্থানে, যেখানে খুশি এসব বস্তা রাখা যায়। এর জন্য আলাদা জমি ও পরিচর্যার প্রয়োজন হয় না। উপজেলায় আদা চাষ বাড়াতে আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।
এমএসএম / এমএসএম

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বড়লেখায় তৃতীয় লিঙ্গের ১ বাংলাদেশি ও ২০ রোহিঙ্গাকে পুশইন
