ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

হলি ফ্যামিলি হাসপাতালে জাল সার্টিফিকেটে চাকরি করছেন খাদিজা আক্তার


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ৩:১৪

রাজধানীর মগবাজারস্থ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে সার্টিফিকেট জালিয়াতি করে দীর্ঘ এক বছর ধরে চাকরি করে আসছেন খাদিজা আক্তার নামক এক নারী। এবং গত এক বছর ধরে তিনি ওই হাসপাতালের যাবতীয় সুযোগ সুবিধা এবং বেতন ভাতা উত্তোলন করে ভোগ করছেন। এই বিষয়টি হলি ফ্যামিলি হাসপাতালে জানাজানি হওয়ার পরেও বহাল তবিয়তে রয়েছেন এই নারী।

ঘটনার অনুসন্ধান জানা যায়, গত ২০২৩ সালের ২৮ মে, হলি ফ্যামিলি হাসপাতালের এক্সরে বিভাগে জুনিয়র অফিসার পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান খাদিজা আক্তার। যা ওই বছরের ০১ জুলাই থেকে কার্যকর হয়। তার মাসিক বেতন ধার্য করা হয় ২২০০০ (হাজার )টাকা।হলি ফ্যামিলি হাসপাতালের তৎকালীন পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল(ডাঃ) এস এম হুমায়ুন কবীর (অবঃ) এই নিয়োগ পত্রে স্বাক্ষর করেন। সেই সময়ে চাকরির আবেদনপত্রের সাথে দেওয়া জীবন বৃত্তান্তে খাদিজা আক্তার নিজেকে ডিগ্রি পাস বলে উল্লেখ করেন। পিরোজপুরের আফতাব উদ্দিন কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সালের ডিগ্রি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন বলে উল্লেখ করা হয়। এবং সেই সাথে ডিগ্রি পাসের শিক্ষা সনদ সংযুক্ত করেন খাদিজা আক্তার। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে তার সংযুক্ত করা ডিগ্রি পাশের শিক্ষা সনদটি জালিয়াতি করে চাকরিতে নিয়োগ নিয়েছেন তিনি। প্রকৃতপক্ষে খাদিজা আক্তার ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের  ডিগ্রি পাসের সনদপত্রে  রেজিস্ট্রেশন নাম্বার ১৫৮৯১১৫ এবং রোল নাম্বার ব্যবহার করেছেন তা গাইবান্ধা জেলার সাঘাটা কলেজের মানিক সরকার নামক এক ব্যক্তির। কম্পিউটারে স্ক্যানিংয়ের মাধ্যমে তিনি এই জালিয়াতি করেছেন। 

এ বিষয়ে খাদিজা আক্তারের সাথে কথা বললে তিনি দৈনিক সকালের সময়কে জানান,আসলে আমি ডিগ্রী পাস করিনি, আমি চাকরিতে যোগদানের জন্য সিভি জমা দিয়েছিলাম ডিগ্রি পাশের জাল সার্টিফিকেট দিয়ে, কিন্তু আপনাকে লেখার জন্য কে বলেছে? আপনাকে কি এই বিষয়টি এডওয়ার্ড জানিয়েছে? আপনাকে কি হলি ফ্যামিলি হাসপাতাল থেকে আমার সার্টিফিকেট ভেরিফাই করার দায়িত্ব দিয়েছে?  

এই ধরনের নানা প্রশ্ন ছুড়ে দেন খাদিজা আক্তার। তিনি আরো জানান, আমার এই ধরনের কাজ যদি ভুল প্রমাণিত হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে তাড়িয়ে দিক।এছাড়াও খাদিজা আক্তার (৩২) অভিজ্ঞতার সনদপত্রে ন্যাশনাল ইয়্যুথ ডেভেলপমেন্ট টেকনিক্যাল ট্রেনিং একাডেমির যে সনদপত্র দিয়েছেন তাও জাল বলে জানা গেছে।খাদিজা আক্তারের গ্রামের বাড়ির পিরোজপুর সদর উপজেলার তালুকদার পাড়া শেখপাড়া, গ্রামের বাসিন্দা আজহার পালোয়ানের মেয়ে খাদিজা। তার মায়ের নাম মনোয়ারা বেগম। এ বিষয়ে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ এস এম খোরশেদ আলম মজুমদারের মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন