ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিপাকে নিম্ন আয়ের মানুষ

নওগাঁয় চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২৪ দুপুর ৩:৩২

 দেশের বৃহত্তর মোকাম ও অন্যতম ধান-চাল উৎপাদনকারী উত্তরের জেলা নওগাঁয় বেড়েছে চালের দাম। বোরো মৌসুমে রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হয়েছে এ জেলায়। কিন্তু তারপরও বাড়ছে চালের দাম। কুরবানি ঈদে চালকল বন্ধে উৎপাদন কম ও ধানের দাম বৃদ্ধির অজুহাতে প্রকারভেদে সবধরনের চালের দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা। ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে চালের বাজারে। নিয়ন্ত্রণহীনভাবে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম ঊর্ধ্বোমুখী হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবী জানিয়েছেন ভোক্তারা। আর বাজার মনিটরিং ব্যবস্থা জোড়ালো করলে সাবেক অবস্থায় চালের দাম ফিরে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ধানচাল ব্যবসায়ীরা। নওগাঁ পৌর ক্ষুদ্র চালবাজার সূত্রে জানা যায়, ঈদ পরবর্তী সময়ে প্রকারভেদে সবধরণের চালের দাম কেজিতে ২-৩ টাকা বেড়ে স্বর্না-৫ চাল বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকা, কাটারিভোগ ৬০-৬৫ টাকা, জিরাশাইল ৫৮-৬০ টাকা, ব্রি-৪৯ ও সুফলতা ৫৫-৫৬ টাকা। ধানের দাম প্রতিমণে ১০০-১২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে কাটারিভোগ ১৩’শ ৫০ টাকা, জিরাশাইল ১৩’শ, ব্রি-২৮, ব্রি-২৯ ও ব্রি-৫৬ ধান; ১১’শ থেকে ১১’শ ৩০ টাকা মণ দরে।
ভ্যানচালক আলম হোসেন বলেন, চালের দাম বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন তিনি। মিলাতে পারছেন না সংসারের হিসাব। একই কথা বলেন, সম্্রাট, লোকমান হোসেন, তারেকুল ইসলামসহ ২০-২২ জন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। জানতে চাইলে খুচরা চাল ব্যবসায়িরা জানান, গত কয়েকদিনের ব্যবধানে বাজারে সবধরণের চালের দাম উর্ধ্বগতি। বাজার প্রায় ক্রেতাশূন্য হওয়ায় ব্যবসায় মন্দা চলছে। চালের দাম বাড়ায় নিম্ন ও মধ্য-আয়ের মানুষের কষ্ট বেড়েছে। নওগাঁ চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, হাট-বাজারে ধানের সরবরাহ কমে যাওয়ায় ধানের দাম মণপ্রতি বেড়েছে প্রায় ১০০ টাকা। অপরদিকে ঈদে চালকল বন্ধ থাকায় উৎপাদন কম হয়েছিল। এতে চালের বাজারে কিছুটা প্রভাব পড়ায় পাইকারিতে প্রতি কেজিতে ১-২ টাকা বেড়েছে। তবে আগামীতে চালের বাজার স্থিতিশীল হবে বলে দাবী তার।

এমএসএম / এমএসএম

আরেক ঘুষের হাট সরকারি আবাসন পরিদপ্তর

মুরাদনগরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ জেলেকে জরিমানা

রাঙ্গামাটি সদরে বিকেএসপি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

রৌমারীতে ৩১ দফা বাস্তবায়নে মটর সাইকেল যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

রায়পুরে সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ

আলফাডাঙ্গায় এক মাদ্রাসা ছাত্রের বস্তা বন্দী লাশ উদ্ধার

নরসিংদীর ডেঙ্গু আপডেট: নতুন শনাক্ত ১৯, চিকিৎসাধীন ৪০ জন রোগী

মাদারীপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত