ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

শ্রীমঙ্গলে যানজট থেকে মুক্তি পেতে রোড (ডিভাইডার) স্থাপন


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৪-৭-২০২৪ বিকাল ৫:২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শহরের ভানুগাছ সড়কের রেল ক্রসিং রেল গেইট সংলগ্ন পৌর প্রশাসন এবং শ্রীমঙ্গল পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে যানজট থেকে মুক্তি পেতে রোড (ডিভাইডার) স্থাপন করা হয়েছে।

তাছাড়াও যানজট নিরসনে নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যেগ। তারই অংশ হিসেবে পর্যটক ও সকল পর্যায়ের জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের জনগুরুত্বপূর্ণ ও যানজট প্রবন এলাকায় বসানো হচ্ছে রোড ডিভাইডার।

 সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল উপজেলা। এ উপজেলায় পর্যটকদের বিভিন্ন পর্যটন স্পটে যাতায়াতের প্রধান সড়ক হল পৌর শহরের ভানুগাছ রোড, স্টেশন রোড এবং চৌমুহনা এলাকা।
আর এসব সড়কেই প্রায় সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও লেমন গার্ডেন রিসোর্ট এর স্বত্বাধিকারী মো.সেলিম মিয়া,  ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মিজানুর রহমান,অমিতাভ শেখর চৌধুরী,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম সহ পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ। 

থানা পুলিশ সূত্রে জানা যায় যে, শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনের লক্ষ্যে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেমন গার্ডেন রিসোর্ট এর পক্ষ থেকে অর্ধশত রোড ডিভাইডার কোন দেওয়া হয়েছে। তারা আরো জানান যানজট নিরসনের প্রয়োজনে আরো রোড ডিভাইডার কোন দিবেন প্রতিষ্ঠানটি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আনিসুর রহমান জানান, ‘যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে রোড ডিভাইডার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।সেই মোতাবেক গুরুত্বপুর্ণ স্থানে রোড ডিভাইডার স্থাপন করে শহর কে যানজটমুক্ত করতে কাজ করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শহরটি যানজটমুক্ত রাখতে আমাদের ট্রাফিক বিভাগ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আগামীতে এটি সম্প্রসারণের পরিকল্পনা আছে।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সারা দেশের ন্যায় কুমিল্লায় জাতীয় মেধা মূল্যায়ন ও হিফজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে মাদারীপুর র‍্যাব- ৮

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল