শ্রীমঙ্গলে যানজট থেকে মুক্তি পেতে রোড (ডিভাইডার) স্থাপন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে শহরের ভানুগাছ সড়কের রেল ক্রসিং রেল গেইট সংলগ্ন পৌর প্রশাসন এবং শ্রীমঙ্গল পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে যানজট থেকে মুক্তি পেতে রোড (ডিভাইডার) স্থাপন করা হয়েছে।
তাছাড়াও যানজট নিরসনে নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যেগ। তারই অংশ হিসেবে পর্যটক ও সকল পর্যায়ের জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের জনগুরুত্বপূর্ণ ও যানজট প্রবন এলাকায় বসানো হচ্ছে রোড ডিভাইডার।
সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল উপজেলা। এ উপজেলায় পর্যটকদের বিভিন্ন পর্যটন স্পটে যাতায়াতের প্রধান সড়ক হল পৌর শহরের ভানুগাছ রোড, স্টেশন রোড এবং চৌমুহনা এলাকা।
আর এসব সড়কেই প্রায় সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও লেমন গার্ডেন রিসোর্ট এর স্বত্বাধিকারী মো.সেলিম মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মিজানুর রহমান,অমিতাভ শেখর চৌধুরী,পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম সহ পৌর কাউন্সিলরবৃন্দ প্রমুখ।
থানা পুলিশ সূত্রে জানা যায় যে, শ্রীমঙ্গল শহরে যানজট নিরসনের লক্ষ্যে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেমন গার্ডেন রিসোর্ট এর পক্ষ থেকে অর্ধশত রোড ডিভাইডার কোন দেওয়া হয়েছে। তারা আরো জানান যানজট নিরসনের প্রয়োজনে আরো রোড ডিভাইডার কোন দিবেন প্রতিষ্ঠানটি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আনিসুর রহমান জানান, ‘যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের গুরুত্বপুর্ণ স্থানগুলোতে রোড ডিভাইডার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।সেই মোতাবেক গুরুত্বপুর্ণ স্থানে রোড ডিভাইডার স্থাপন করে শহর কে যানজটমুক্ত করতে কাজ করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শহরটি যানজটমুক্ত রাখতে আমাদের ট্রাফিক বিভাগ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আগামীতে এটি সম্প্রসারণের পরিকল্পনা আছে।
এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ
