ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আরমান খানের কন্ঠে মেঘলা দিনের গান


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৫-৭-২০২৪ দুপুর ২:৪৪

বর্ষাকে বরণ করে নিতে সংগীত পরিচালক ও গায়ক আরমান খান নতুন গান নিয়ে হাজির হয়েছেন। প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হলো ‘মেঘলা দিনের গান’ শিরোনামের গানটি। এর কথা লিখেছেন ওয়াহিদ পলাশ। সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আরমান খান।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এটি নির্দেশনা দিয়েছেন লস্কর নিয়াজ মাহমুদ। এতে গানের কথার সঙ্গে চমৎকার গল্প সাজিয়েছেন নির্দেশক। মডেল হয়েছেন মাবিয়া রিয়া ও আরমান খান।

আরমান খান বলেন,  ‘প্রিয় আষাঢ় মাসকে বরণ করার লক্ষ্যেই গানটি তৈরি ও প্রকাশ করা। বর্ষাকে নিয়ে অনেকেরই নানা রকম অনুভূতি কাজ করে। আশা করছি বর্ষার এই গানটিও শ্রোতারা পছন্দ করবেন। তিনি আরও জানান,  প্রকাশের পর থেকে গানটি নিয়ে ভালো রেসপন্স পাচ্ছি। তবে শ্রোতারা কতটুকু গ্রহন করলো তা বুঝতে আরেকটু সময় লাগবে। এবারই প্রথম বৃষ্টি নিয়ে গান করলাম আমি। যদিও আমার ভীষণ প্রিয় বৃষ্টি। 'মেঘলা দিনের গান’টি খুবই সফট মেলোডি ধাঁচের। অনেকটা বৃষ্টির সুরেই গাঁথা গানটি।

এর আগে আরমান খানের সুর ও কম্পোজিশনে অসংখ্য গান শ্রোতানন্দিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাজ হলো— মমতাজের গাওয়া ‘নান্টু ঘটক’, বিপ্লবের ‘চান্দের বাতির কসম দিয়া’, হাসানের কণ্ঠে ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’সহ আরো অনেক গান।

কিংবদন্তি সংগীত পরিচালক আলম খানের ছেলে আরমান খান পারিবারিকভাবেই সংগীতের সঙ্গে সম্পৃক্ত। চাচা আজম খান দেশীয় সংগীতের পপসম্রাট। বাবা কিংবা চাচার মতো পেশাদার মিউজিক না করলেও রক্তে সুরের নেশা রয়েছে, তাই তো সুযোগ পেলেই শ্রোতাদের মাঝে ফিরে আসেন নতুন গান নিয়ে।

এমএসএম / এমএসএম

প্রিয়াঙ্কা-শাহরুখের সেই রসায়ন ফের আলোচনায়!

ইসরায়েল বয়কটের ডাকে ‘না’ বলল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি

মাথাব্যথায় ভুগছেন কিম কার্দাশিয়ান, ধরা পড়ল বিপজ্জনক রোগ

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আশাবাদী মোশাররফ

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

ফটোগ্রাফারের আবদার শুনে চটে গেলেন সোনম বাজওয়া

বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই : চমক

চলচ্চিত্রে কাজ করলে নিয়মিতই করব

‘শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না’

কে ভালো চান আর কে খারাপ, তা এখন বুঝি : দীঘি

মৌসুমের প্রিয় রঙে নুসরাত ফারিয়া

‘মহা জাদুতে’ মঞ্চ মাতালেন তানজিন তিশা

‘তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ’