ঢাকা রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

শীতকে বিদায় জানিয়ে বোল্ড লুকে ফিরলেন সুনেরাহ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-১-২০২৬ দুপুর ৪:২

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম; সবখানেই নিজের অভিনয় শৈলীর স্বাক্ষর রাখছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন স্টেটমেন্ট এবং গ্ল্যামার বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার নতুন কিছু ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে ফের আলোচনায় এলেন এই অভিনেত্রী। 
সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন সুনেরাহ। সেখানে তাকে একটি স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে রোদেলা দুপুরে তার স্নিগ্ধ ও খোলামেলা এই উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়’। 
সুনেরাহর শেয়ার করা এই ছবিগুলোতে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ কেউ তার গ্ল্যামারের প্রশংসা করে শেয়ার করছেন, আবার কেউ মন্তব্য করছেন তার ফ্যাশন সেন্স নিয়ে। খোলামেলা ভঙ্গিতে ধরা দিলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এমন বোল্ড লুককে ‘উষ্ণতা ছড়ানো’র সাথে তুলনা করেছেন; এর আগেও এমন খোলামেলা লুকে ধরা দিয়ে আলোচনায় এসেছেন তিনি।
ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি, সব মাধ্যমেই সমানভাবে বিচরণ সুনেরাহর। দিন যত যাচ্ছে, তার অভিনয় শৈলীতে যোগ হচ্ছে নতুন নতুন মাত্রা। অভিনয়ের পাশাপাশি তার এই ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।

 

Aminur / Aminur

‎খুদে শিল্পীদের কল্পনার রঙে ‘সীমানার গল্প ২০২৬’—শুরু হলো দুই দিনব্যাপী চারু ও কারুশিল্প প্রদর্শনী

খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর : নুসরাত ফারিয়া

মিজাফ সম্মাননা পেলেন হেদায়েত উল্লাহ তুর্কী 

শীতকে বিদায় জানিয়ে বোল্ড লুকে ফিরলেন সুনেরাহ!

সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা : শুভশ্রী

স্ত্রীর ওপর অযথা চিৎকার করা উচিত নয় : রানি মুখার্জি

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে : শবনম ফারিয়া

সমালোচনার মুখে অভিনেত্রী ঋতাভরী

ড্রামার স্লাই ডানবার মারা গেছেন

হালের ব্যস্ততম প্লেব্যাক শিল্পী নাজমীন নাজু

‘কিছুই পাল্টায়নি, এখনও মহিলাদের হেনস্তা করা হচ্ছে’

১৪ ফেব্রুয়ারিতে "আজ ভালোবাসার দিন"

এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট