ফার্মাসিস্টদের জন্য ইউএসএ তে রয়েছে অপার সম্ভাবনা

'ফার্মাসিস্টদের জন্য মেডিকেল সায়েন্সের বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ারের সুযোগ। ফার্মাসিস্টদের জন্য ইউএসএ, কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে রয়েছে অপার সম্ভাবনা।' - বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এবভি ফার্মাসিউটিক্যালসের (AbbVie pharmaceuticals) সিনিয়র সায়েন্টিস্ট ড. মো: মাসুদ পারভেজ।
সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে 'হায়ার স্টাডিজ এন্ড রিসার্চ ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ফর ড্রাগ ডিসকভারি এন্ড ডেভেলপমেন্ট' শীর্ষক সায়েন্টিফিক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ড্রাগ ডেভেলপমেন্ট এন্ড ডিসকভারি'র জন্য ড্রাগের পারমিয়াবিলিটি, মেটাবলিক স্টাবিলিটি, ড্রাগ ইন্টারেকশন, প্রিক্লিনিক্যাল ট্রায়াল, ডিএমপিকে প্রযুক্তি এবং মেডিকেল সায়েন্সে ড্রাগের কার্যকরী ব্যবহারে জিনোম সিকুয়েন্সিংয়ের গুরুত্ব বিশদভাবে আলোচনা করেন। এছাড়াও তিনি ফার্মেসিতে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের ব্যপারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ আবুল হোসেন বলেন, গবেষণা ছাড়া শিক্ষার গুনগত মান নিশ্চিত করা সম্ভব নয়। তাই ক্লাসরুমের পাশাপাশি গবেষণায়ও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের ফার্মেসি বিভাগ অন্যন্য বিশ্ববিদ্যালয়ের থেকে কোনো অংশে কম নয়। ইউজিসির পরামর্শক্রমে আমরা আমাদের ল্যাবগুলোকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা হয়েছে।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মো: মোকলেছুর রহমান সরকার বলেন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্বে গবেষণা ও উচ্চশিক্ষার অবারিত সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আজকের বক্তা তোমাদের মতোই সাধারন শিক্ষার্থী ছিলো। তিনি তার চেষ্টা, মেধা ও অধ্যাবসায়ের ফলে দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি কানাডা থেকে পোস্ট ডক এবং ইউএসএ তে রিসার্চ অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি হিসেবে গবেষণা করে বর্তমানে বিশ্ববিখ্যাত এবভি ফার্মাসিউটিক্যালসে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। তিনি তোমাদের জন্য অনুপ্রেরণা।
এসময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক আবু হারেজসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের
