মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে টাঙ্গাইল প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়
মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি টাঙ্গাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন।
সোমবার (৮ জুলাই) বিকেল ৪ টায় টাঙ্গাইল প্রেসক্লাব কার্যালয়ে মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক গোলাম ছামদানী ও সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে টাঙ্গাইল প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন নবনির্বাচিত কমিটিকে ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত মধুপুর প্রেসক্লাব কমিটি সাংবাদিকতায় গতিশীল ভূমিকা রাখার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সক্রিয় রাখবে এবং অপসাংবাদিকতা রোধে সক্রিয় ভূমিকা পালন করবে।
শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লবের সাহিত্য সম্পাদক হেমায়েত হোসেন হিমু, সদস্য ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি রাসেদ খান মেনন রাসেল, মধুপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আনছার আলী (দৈনিক সমকাল), সহ-সভাপতি আমিনুল হক (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক আলকামা শিকদার (দৈনিক বাংলাদেশ বুলেটিন), কোষাধ্যক্ষ অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ (দৈনিক আলোর দিগন্ত), দপ্তর সম্পাদক আকবর হোসেন (দৈনিক প্রতিদিনের সংবাদ), কার্যকরী সদস্য আনোয়ার সাদাৎ ইমরান (দৈনিক আজকের পত্রিকা), মোঃ লিটন সরকার (দৈনিক সকালের সময়)।
এমএসএম / এমএসএম