মাদক প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবেঃ তৌহিদুজ্জামান

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বলেছেন আমাদের ছেলেমেয়েরা মাদকের করাল গ্রাসে নিমজ্জীত হোক সেটা আমরা কখনই চাইনা। মাদক প্রতিরোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করতে পারে। মাদকের কারনে বিশৃংখলা ও অশান্তি সৃষ্টি হয়। তাই মাদক প্রতিরোধে আমাদের সোচ্চার হতে হবে।
বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে বলেন, পিতামাতাকে বেশী করে সন্তানের সাথে সময় দিতে হবে। পিতামাতা সচেতন হলে বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিটিং করতে হবে।
সড়ক নিরাপত্তার বিষয়ে বলেন, আমাদের নিয়ম মেনে চলতে হবে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে।
তিনি বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। দেশের কথা বিবেচনা করে আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে কল্যাণধর্মী কাজ করতে হবে। তাহলে সুখী, সমৃদ্ধ, সুন্দর ও সফল দেশ গঠন করা সম্ভব হবে। তিনি মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুজ্ঞন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি কমান্ডার আব্দুল গনি, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান, সিরাজুল ইসলাম, নূরুল কদর, অবাইদুল ইসলাম সবুজ, মাসুদুল হাসান, আব্দুল হামিদ মল্লিক, এসএম মমিনুর রহমান, শাহিনুর রহমান শাহীন, আবুল কাশেম ও আতাউর রহমান লাল, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, বাস ও মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ময়না মিয়াসহ সরকারি, বেসরকারি ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ। আইন শৃংখলা কমিটির সভা শেষে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সলুয়া ও রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকালে তিনি শাহাদৎ পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
Link Copied