মাদক প্রতিরোধে সকলকে একসাথে কাজ করতে হবেঃ তৌহিদুজ্জামান

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বলেছেন আমাদের ছেলেমেয়েরা মাদকের করাল গ্রাসে নিমজ্জীত হোক সেটা আমরা কখনই চাইনা। মাদক প্রতিরোধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করতে পারে। মাদকের কারনে বিশৃংখলা ও অশান্তি সৃষ্টি হয়। তাই মাদক প্রতিরোধে আমাদের সোচ্চার হতে হবে।
বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে বলেন, পিতামাতাকে বেশী করে সন্তানের সাথে সময় দিতে হবে। পিতামাতা সচেতন হলে বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিটিং করতে হবে।
সড়ক নিরাপত্তার বিষয়ে বলেন, আমাদের নিয়ম মেনে চলতে হবে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে আমার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে।
তিনি বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। দেশের কথা বিবেচনা করে আমাদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে কল্যাণধর্মী কাজ করতে হবে। তাহলে সুখী, সমৃদ্ধ, সুন্দর ও সফল দেশ গঠন করা সম্ভব হবে। তিনি মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে মাসিক আইন শৃংখলা সভায় এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় আলোচনা করেন নবাগত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুজ্ঞন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি কমান্ডার আব্দুল গনি, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান, সিরাজুল ইসলাম, নূরুল কদর, অবাইদুল ইসলাম সবুজ, মাসুদুল হাসান, আব্দুল হামিদ মল্লিক, এসএম মমিনুর রহমান, শাহিনুর রহমান শাহীন, আবুল কাশেম ও আতাউর রহমান লাল, সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, বাস ও মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ময়না মিয়াসহ সরকারি, বেসরকারি ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ। আইন শৃংখলা কমিটির সভা শেষে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সলুয়া ও রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকালে তিনি শাহাদৎ পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এমএসএম / এমএসএম

রৌমারী কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউ কলেজটির অনিয়ম তদন্ত কমিটি গঠন

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩

কুড়িগ্রাম জেলা শহরের সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালকরা

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা

বার বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: বিএনপি নেতা বাচ্চু

তারাগঞ্জে গাঁজাসহ নারী আটক

দুমকীতে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক,ক্ষোভে সাধারণ সম্পাদকসহ ৪ নেতার পদত্যাগ

টাঙ্গাইলের ধনবাড়ীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও চাঁদা দাবীর অভিযোগ

জয়পুরহাট ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬, জামায়াতের ১জন

কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগড়ি ইন্সটিটিউট এর সংবাদ সম্মেলন

বোদায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আশুলিয়ায় ঋণের তলে বহুতল ভবন, লাগামহীন ব্যাংক সুদে বিপর্যস্ত মালিকেরা
Link Copied