ফরিদগঞ্জে ঋণের টাকা না পেয়ে গ্রাহকের ঘরে তালা দিলেন এনজিও কর্মী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঋণের কিস্তির টাকা না পেয়ে এক গ্রাহকের বসতঘরে বেসরকারি একটি ঋণদাতা সংস্থার (এনজিও) কর্মীরা তালা দিয়েছেন। শুক্রবার (৫ জুলাই ) বিকেলে বসতঘরে তালা দেয়ারপর পরিবারের সদস্যদের নিয়ে ৩ দিন বাহিরে বসবাস করছে ওই পরিবারটি। উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঋণদাতা প্রতিষ্ঠান সোপিরেট হাইমচর শাখার ক্রেডিট মাঠ কর্মকর্তা আতিকুর রহমান এ তালা লাগিয়েছেন। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কিস্তির টাকার জন্য বাড়িতে গেলে তারা টাকা দিতে পারেন নি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে বসতঘরে তালা লাগিয়েছি।
ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া ওই গ্রাহকের মাকছুদা বেগম। তিনি ফরিদগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের সবজি বিক্রেতা বোরহান সওদাগরের স্ত্রী।
গ্রাহক মাকছুদা বেগম বলেন, সোপিরেট এনজিও থেকে তারা এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। প্রতিমাসে ১০ হাজার টাকা হারে ঋণ পরিশোধ করে ৫২ হাজার টাকা ইতোমধ্যে পরিশোধ করেছেন। সম্পতি বর্ষকালের বৃষ্টির কারনে তার স্বামী সবজি ও দেশীয় ফল বিক্রির উদ্দেশ্যে যেতে না পারার কারনে এনজিওটির ২ কিস্তির টাকা দিতে পারেন নি। সোপিরেট এনজিওর বইতে আমাদের সঞ্চয়ের টাকা জমা থাকলেও তারা আমাদের সঞ্চয় থেকে টাকা কর্তন করেন নি। ক্ষিপ্ত হয়ে এনজিওর লোকজন আমাদের ঘরে তালা লাগিয়েছেন।
তিনি আরও বলেন, ৩ দিন যাবৎ ঘরে প্রবেশ করতে পারি না, ৪ টি সন্তান নিয়ে ঘরের দরজার সামনে অনাহারে জীবনযাপর করতে হচ্ছে আমাদের।
সোপিরেট এনজিওর ক্রেডিট প্রোগ্রামের শাখা ব্যবস্থা পক জাহাঙ্গীর আলম বলেন, ঋণ গ্রহীতার ঘরে তালা লাগানোর কোনো নিয়ম নেই, এটা পরিস্থিতির কারণে হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান মাষ্টার বলেন, এই সংস্থাটি ঋণের টাকা না পেলে আমাকে জানানো উচিত ছিল, প্রয়োজনে আমি ঋণের টাকা পরিশোধের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তারা বসতঘরে তালা দিয়ে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করতে পারেনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, বিষয়টি আপনার মাধ্যমে আমি জেনেছি, বিস্তারিত খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদগঞ্জে চিরকুট লিখে ঋণগ্রস্থ বিদ্যুতকর্মীর আত্মহত্যা
আ.ছোবহান লিটন (চাঁদপুর) ফরিদগঞ্জ ঃ
আমার মৃত্যুর জন্য আমিই দায়ী,আমি আমার স্ত্রী ও ছেলে মেয়েদের খুবই ভালোবাসি, তাদের ছেড়ে এক রাত্রেও কোথায়ও থাকি নাই। সমিতির টাকা যোগার করতে না পেরে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম। কারন ঋণের টাকা দিতে না পারলে যে অপমানিত হবো, তার চেয়ে মৃত্যুই ভালো। চিঠিতে ছেলে মেয়েদের উপদেশ দিলেন তাদের মাকে সম্মান করতে,যত্ন করতে এমন চিঠি লিখে নিজের বসতঘরের পানের বাতায় রেখে বাড়ির পাশের একটি কামরাঙা গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মৃনাল (৬০) নামে এক ঋণগ্রস্থ বৃদ্ধা। চাদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী স্বর্ণকার বাড়িতে সোমবার (৮ জুলাই) সকালে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃনালের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মৃনালের ছেলে কলেজ পড়ুয়া তমাল বলেন, আমার বাবা পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন, তিনি ইলেকট্রিক কাজ করে জীবিকা নির্বাহ করার পাশাপাশি আমার দুই বোনকে বিয়ে দিয়েছেন। আমি ইন্টারে পরীক্ষার্থী। আমার বাবা বেসরকারি ঋণদান সংস্থা এনজিও আশা, ব্র্যাক, বার্ড, কোডেক, ঠেঙা মারা, টিএমএস, ও প্রত্যাশী এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। সব গুলো এনজিও ও বিভিন্ন জন থেকে প্রায় ৫ লক্ষ টাকা ঋণগ্রস্থ ছিলেন তিনি। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে খাবার খেয়ে বাসায় ঘুমিয়ে পড়ে। ভোররাতে ঘর থেকে বের হয়ে তিনি আর ঘরে ফিরে আসেন নি। পরে আমার চাচাতো ভাই সজিবসহ অনেক খোঁজাখুজি করে বাড়ির পাশের কামরাঙা গাছে ফাঁস দেয়াবস্থায় দেখতে পাই। আমাদের ঘরে বাবার পানদানী (পানের বাটা) তে বাবার নিজের হাতে লেখা চিরকুট টি দেখতে পাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন বলেন, মৃনাল চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আওতায় ফরিদগঞ্জ জোনাল অফিসের নিবদ্ধিত ইলেলট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। এভাবে তার মৃত্যুর বিষয়টি দুঃখজনক। একজন মানুষ ঋণের কতটুকু মানষিক যন্ত্রনায় থাকলে এভাবে চিরকুট লিখে আত্মহত্যার মত ঘটনা ঘটায়। বিষয়টি দুঃখজনক। ঋণ গ্রহণ ও দানের ক্ষেত্রে আমাদের আরো সচেতন হতে হবে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে মৃনালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবারের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম

সততার সঙ্গে ৪০ বছরের চাকরির সমাপ্তি, কনস্টেবল আব্দুস সবুরকে বিদায়

তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ রোধে মতবিনিময় সভা

চট্টগ্রাম ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন

মুচির ধারালো অস্ত্রের কোপে কিডনি হারালেন কৃষকদল নেতা

মিরসরাইয়ে অভিনব কায়দায় প্রতারণার শিকার এক ব্যবসায়ি , থানায় অভিযোগ

ধামইরহাটে ১৭০ তম সান্তাল হুল দিবস পালিত

মেহেরপুরে ধর্ষণের মামলায় যাবজ্জীবন জেল ও জরিমান আদেশ দিয়েছে আদালত

বড়লেখায় ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিলো পৌর কর্তৃপক্ষ

আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষনা

নবীনগরে পুকুরে ভেসে উঠল অজ্ঞাত শিশুর লাশ

পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন
