ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শরীয়তপুরে ধর্ষণচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১১-৭-২০২৪ দুপুর ১১:৫১

শরীয়তপুর সদর উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টা মামলায় আব্দুল মান্নান খাঁন (৪২) নামে এক যুবলীগ নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার ( ১০জুলাই) দুপুরের দিকে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আ: মান্নান খাঁন রুদ্রকর ইউনিয়নের মাকসাহার গ্রামের মৃত হানিফ খাঁর ছেলে। সে রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। 

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়ি মাদারীপুরে। তার ৯ বছরের এক ছেলে রয়েছে। তার স্বামী বিদেশে (ওমান) থাকে। সে তার স্বামীর কাছে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষন নেওয়ার জন্য শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মাকসাহার গ্রামে অবস্থিত সরকারী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) ভর্তি হন। 

গত ২৫ জুন রাত ৯টার দিকে সে তার বাসা থেকে বের হয়ে মনোহার বাজার মোড় থেকে অটোরিক্সা যোগে ট্রেনিং সেন্টারে যাওয়ার সময় আমিন বাজার সংলগ্ন পাকা সড়কের উপর যুবলীগ নেতা মান্নান খান ও তার সহযোগীরা অটোরিক্সার গতিরোধ করেন এবং ওই নারীকে গাড়ী থেকে জোর পূর্বক নামিয়ে মুখ বেধে অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে যান এবং পরিত্যক্ত একটি ঘরের মধ্যে নিয়ে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করেন। 

এসময় ওই নারী ডাক চিৎকার দিলে মান্নান ও তার সহযোগীরা মোবাইলে ওই নারীর অশ্লীল ভিডিও ধারন করেন এবং তার শরীর থেকে তিন লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেন। পরে ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী এক বাড়িতে আশ্রয় নেন এবং পরের দিন বাড়ি চলে যান। 

এর মধ্যে ওই যুবলীগ নেতা মান্নান খান ওই নারীকে ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে বলেন এবং চাঁদা না দিলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দেয়ার ভয় দেখান।  

এ বিষয়ে মামলা করার জন্য ওই নারী গত ২৭ জুন  পালং মডেল থানায় গেলে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়।

পরে গত ৩০ জুন ভুক্তভোগী ওই নারী যুবলীগ নেতা আ: মান্নান খান, তার সহযোগী ইদ্রিস গাজী (৩৮) ও কালাচান খা (৪০) সহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন। 

আদালত মামলাটি আমলে নেয়। পরে আদালতের নির্দেশে গত ৫ জুলাই মামলাটি পালং মডেল থানায় রেকর্ড করা হয়। মামলা নম্বর ১২। 

গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকায় অভিযান চালিয়ে মান্নানকে গ্রেফতার করে পুলিশ। 

আজ বুধবার মান্নানকে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। এসময় আদালতে মান্নানের আইনজীবী মান্নানের জামিন আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান জমিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আসামি আ: মান্নান খানকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামীদেরকেও গ্রেফতারের কার্যক্রম চলমান। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক