শরীয়তপুরে ধর্ষণচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
 
                                    শরীয়তপুর সদর উপজেলায় এক নারীকে ধর্ষণচেষ্টা মামলায় আব্দুল মান্নান খাঁন (৪২) নামে এক যুবলীগ নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ( ১০জুলাই) দুপুরের দিকে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আ: মান্নান খাঁন রুদ্রকর ইউনিয়নের মাকসাহার গ্রামের মৃত হানিফ খাঁর ছেলে। সে রুদ্রকর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়ি মাদারীপুরে। তার ৯ বছরের এক ছেলে রয়েছে। তার স্বামী বিদেশে (ওমান) থাকে। সে তার স্বামীর কাছে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষন নেওয়ার জন্য শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মাকসাহার গ্রামে অবস্থিত সরকারী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) ভর্তি হন।
গত ২৫ জুন রাত ৯টার দিকে সে তার বাসা থেকে বের হয়ে মনোহার বাজার মোড় থেকে অটোরিক্সা যোগে ট্রেনিং সেন্টারে যাওয়ার সময় আমিন বাজার সংলগ্ন পাকা সড়কের উপর যুবলীগ নেতা মান্নান খান ও তার সহযোগীরা অটোরিক্সার গতিরোধ করেন এবং ওই নারীকে গাড়ী থেকে জোর পূর্বক নামিয়ে মুখ বেধে অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে যান এবং পরিত্যক্ত একটি ঘরের মধ্যে নিয়ে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করেন।
এসময় ওই নারী ডাক চিৎকার দিলে মান্নান ও তার সহযোগীরা মোবাইলে ওই নারীর অশ্লীল ভিডিও ধারন করেন এবং তার শরীর থেকে তিন লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেন। পরে ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারী এক বাড়িতে আশ্রয় নেন এবং পরের দিন বাড়ি চলে যান।
এর মধ্যে ওই যুবলীগ নেতা মান্নান খান ওই নারীকে ফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে বলেন এবং চাঁদা না দিলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়া দেয়ার ভয় দেখান।
এ বিষয়ে মামলা করার জন্য ওই নারী গত ২৭ জুন পালং মডেল থানায় গেলে থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়।
পরে গত ৩০ জুন ভুক্তভোগী ওই নারী যুবলীগ নেতা আ: মান্নান খান, তার সহযোগী ইদ্রিস গাজী (৩৮) ও কালাচান খা (৪০) সহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নেয়। পরে আদালতের নির্দেশে গত ৫ জুলাই মামলাটি পালং মডেল থানায় রেকর্ড করা হয়। মামলা নম্বর ১২।
গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকায় অভিযান চালিয়ে মান্নানকে গ্রেফতার করে পুলিশ।
আজ বুধবার মান্নানকে শরীয়তপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। এসময় আদালতে মান্নানের আইনজীবী মান্নানের জামিন আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল ইমরান জমিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আসামি আ: মান্নান খানকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামীদেরকেও গ্রেফতারের কার্যক্রম চলমান।
এমএসএম / এমএসএম
 
                বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় - হাসনাত আবদুল্লাহ
 
                সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভুমি রক্ষার দাবীতে মানববন্ধন
 
                শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬
 
                হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল
 
                যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ
 
                মনোহরদীতে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রশাসনের সতর্কবার্তা
 
                ভূরুঙ্গামারীতে ৩১ দফা বাস্তবায়নে ডা:মোঃ ইউনুছ আলী
 
                কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: নোয়াখালীতে প্রেস সচিব শফিকুল আলম
 
                পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২
 
                যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক
 
                নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে জবাবদিহি করব মাস্টার রুহুল আমীন ভুঁইয়া
 
                জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা
 
                 
                