ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফসলি জমিতে নির্মান হচ্ছে ইটভাটা পার্শ্বে রয়েছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৭-৭-২০২৪ দুপুর ৩:২৯

গাইবান্ধায় তিন ফসলি আনুমানিক ১০০ বিঘা জমিতে নির্মাণ করা হচ্ছে একটি ইটভাটা। এ ঘটনা ঘটেছে জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের আলম ডাঙ্গার জনবসতি কেকৈ কাশদহ গ্রামে । ওই এলাকার বাসিন্দা মো. শফিকুল আযম চুন্নু এ ভাটাটি নির্মাণ করছেন। প্রায় দুই মাস ধরে ভাটা নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজ দেখভাল করছেন তার ছেলে সিফাত হাসান সাগর। ফসলি জমিতে ভাটা নির্মাণ অবৈধ দাবি করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য  গাইবান্ধা ও সুন্দরগঞ্জ  প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার কয়েকজন বাসিন্দা। ২০  ও ২৩ জুলাই এ অভিযোগ গুলো করা হয়।

সরেজমিনে, ওই এলাকায় গিয়ে দেখা গেছে,  উপজেলার আলমডাঙ্গা  হান্নানের  মোড় থেকে এলজিইডির  সড়কের দক্ষিন পাশে এই ভাটার নির্মাণকাজ জোরেশোরে এগিয়ে চলছে । ইতিমধ্যে ইট পোড়ানোর ছোট ছোট ঘর ও চিমনি নির্মাণের কাজ চলছে। একই সঙ্গে এক্সকেভেটর মেশিন দিয়ে ইট তৈরির মাটি জন্য গর্ত করে তুলে স্তূপ করার কাজ চলছে। 

২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী ফসলি জমিতে ইটভাটা করা নিষিদ্ধ করা হয়েছে। তবে ফসলি জমি বলতে দুই বা তিন ফসলি জমিকে বোঝানো হয়েছে।

এলাকাবাসী এ ভাটার ব্যাপারে আপত্তি জানিয়ে ২০ ও ২৩ জুলাই  উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর একান্ত মূখ্য সচিব ও পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করেছেন। 

এলাকার বাসিন্দারা লিখিত অভিযোগে উল্লেখ করেন,  এলজিইডির রাস্তার পাশে এ ভাটা নির্মাণ করা হচ্ছে। যেখানে ভাটা নির্মাণ করা হচ্ছে তার পাশ্বেই  একই মালিকের আরেকটি  এস আর বি নামে একটি ইট ভাটা আছে। পার্শ্বে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ ভাটাটি প্রায় ১০০ বিঘা ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে। ইট ভাটাটি চালু হলে ওই এলাকার ফসলি জমির অস্তিত্ব থাকবে না। এছাড়া ওই এলাকার পরিবেশ নষ্ট হবে এবং এলাকার শতাধিক পরিবার দারুণ সংকটে পড়বে। একই মালিকের এস আর বি নামে আরেকটি ইটেরভাটা আছে। তার পাশেই এই ভাটা  নির্মাণকাজ শুরু করছেন। এতে করে পরিবেশে  বিপর্যয় ও প্রানী কুলের মারাত্নক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। 

আলমডাঙ্গা এলাকার কৃষক মো. শফিকুল ইসলাম  বলেন, ওই জমি গুলোতে ধান, পাট, আলু, শরিষা চাষাবাদসহ তিনটি ফসল হয়। চার মাস আগেও ধান রোপণ করা ছিল ওই জমি গুলোতে। রোপণ কৃত সে জমিতেই নির্মাণ করা হচ্ছে ইট ভাটা।

ভাটা যেখানে নির্মাণ করা হচ্ছে তার কিছু দুরেই  রয়েছে কৃষক শ্রী. মতিনাল দাসের বাড়ি। তিনি বলেন, ইট ভাটার কারনে  বাড়িতে কোন ফল ফলান্তি হয় না। আমের মুকুল আসে ফল ঝড়ে যায়। একই মালিক নতুন করে পাশ্বেই আরেকটি ভাটা নির্মান করতেছেন। আগের ইট ভাটার করনেই  এলাকায় টিকে থাকা কঠিন  এখন আবার একটি  টিকে থাকা কঠিন হয়ে পড়বে আমাদের। 

আলম ডাঙ্গার গ্রামের মজিবর রহমান জানায়, যে ব্যক্তি ইট ভাটা করছেন তিনি প্রভাবশালী এবং ক্ষমতাধর। ওনার বিরুদ্ধে কথা বলতে আমাদের ভয় হয়। তবে আমাদের কথা বলেও লাভ নেই তাদেরত( ইট ভাটার মালিক দের) কিছুই হয় না ।  ৫ম শ্রেনীর শিক্ষার্থী মো. রোমান মিয়া বলেন, এই রাস্তা দিয়ে সারাদিন মাটির কাকড়া (মাটি বহনকারী বিশেষ অবৈধ যানবাহন) চলাফেরা করে। স্কুলে যেতে খুব ভয় লাগে। কিছু দিন আগে ওই মালিকের ইট ভাটার মাটি পরিবহনের ট্রাক্টর দিয়ে একজন মানুষ মারা গেছে।

মো. মজিবর রহমান আরো বলেন,  হামারে সাক্ষাত নিয়া  লাভ কি? আবাদ করার দরকার নাই। ইট পেটোত  বান্ধি ঘুরলেই ক্ষিদা মিটি যাবে। এত গুলো জমির আবাদ নষ্ট হয়ে যাচ্ছে উপজেলা প্রসাশন স্যারসহ কত জাগাত জানানো পরও কোন ব্যবস্থা নিচ্ছে না। ট্যাকার কাছে সকলাই বিক্রি হয়।  প্রতিবেদককে উদ্দেশ্য করে বলেন, তোমাকেই ট্যাকা দিলেই নিউজ কোনাও বন্ধ হয়ে যাবে। 

ভাটার মালিকের ছেলে সিফাত হাসান সাগর বলেন, আমি এসব দেখাশুনা করি। ইটভাটার চালু হলে এলাকার অনেক লোকের কর্মসংস্থান হবে। আমাদের আরেকটির  ইটভাটার পাশ্বেই নতুন করে ভাটা নির্মানের যে কাজ চলছে এটা উপজেলা প্রশাসনসহ সবাই জানে। 

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, কোন ফসলি জমিতে ইট ভাটা নির্মান করা যাবে না এটা মহামান্য হাইকোর্টের নিদের্শনা আছে। আমরা সেই নির্দেশনা পালন করে যাচ্ছি। উপজেলায় ফসলি জমি নষ্ট করে  নতুন করে কেউ  ইটভাটা  নির্মান করলে সেই মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক