ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জ-কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন : বালু আফতাবসহ সঙ্গবব্ধ চক্রের হুমকি


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ৪:৪৫

সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ এলাকার সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করছে সিলেটের আলোচিত বালু খেকো বাল চক্রের সদস্য আফতাব আহমদ উরফে বালু আফতাব। সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য আলমাছ উদ্দিনসহ সঙ্গবদ্ধ একটি প্রভাবশালী চক্র। অভিযোগ উঠেছে, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে ম্যানেজ করেই ইজারা বর্হিভুত এলাকায় এরা বালু উত্তোলনের মহাউৎসব চালাচ্ছে। নদীটির দুটি পাশ দুটি উপজেলায় হওয়ায় সুযোগটি কাজে লাগাচ্ছে বালু খেকোরা। তবে সুরমা নদীতে বালু উত্তোলন নিয়ে কানাইঘাট এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা দিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও। কিন্তু বন্ধ হয় অবৈধ বালু উত্তোলন। 
জানাযায়, কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ৮ ওয়ার্ডের বড়দেশ দক্ষিণ ও বড়দেশ বাজার এলাকায় একাধিক হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু ঊত্তোলনের ফলে নদী ভাঙ্গনে অত্র এলাকা ও বাজারসহ বিস্তর এলাকা অনেক অসহায় মানুষের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে স্থানীয় উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে প্রথম দিকে বালু উত্তোলন বন্ধ করে দেন। পরে এ ঘটনার জের ধরে অবৈধ বালু উত্তোলনকারীদের কিছু লাঠিয়াল বাহিনীর হামলায় উপজেলার নিজ বড়দেশ গ্রামের শরীফ আহমদ (২৭) নামে এক যুবককে বড়দেশ বাজারে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। হামলায় আহত শরীফ আহমদ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে, বাদী হয়ে কানাইঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেন। 
তবে এলাকার নদীর উত্তরের অংশ কানাইঘাট ও দক্ষিনের ঐ অংশটি জেলার জকিগঞ্জ উপজেলাধিন হওয়ায় কানাইঘাট থানা পুলিশের করার থেমন একটা কিছু নেই বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মারামারির বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। 
বালু উত্তোলন বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে বারবার জকিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারকে অবগত করা হলে, তিনি সরেজিমন এসে ঘটনাস্থল পরিদর্শন করে জানান ঐ এলাকায় আফতাবের লিজ রয়েছে। তাই তার কিছু করার নেই। 
তবে মঙ্গলবার জেলা প্রশাসক অফিস সূত্র জানিয়েছে, বালু উত্তোলনকৃত এলাকায় মাত্র আড়াই (২.৫) একর বালুমহাল লিজ নিয়েছেন আফতাবগং। নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে ঐ লিজটি দেওয়া হয়েছে। কিন্তু সরকারি লিজ গ্রহণের কোন শর্তই মানছেন না বালু খেকোরা।
সরেজমিনে দেখা যায়, আফতাবগং তাদের নির্ধারিত ইজারার জায়গা ছেড়ে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ ভাবে বালু কয়েক ডজন ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করে যাচ্ছেন, যা সম্পন্ন অবৈধ। অপরিকল্পিত ভাবে, বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তি বাড়িঘর, শিক্ষা প্রতিষ্টান সুরমার নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। 
এ বিষয়ে জানতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে একাধিক বার ফোন দেওয়া হলে, তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 
তবে বালু খোকোগংদের একজন সাবেক জেলা পরিষদ সদস্য আলমাছ বলেন, তিনি বালু উত্তোলনের সাথে জড়িত নন। তিনি আফতাবের কথায় স্থানীয়দের সাথে বালু উত্তোলনকারীদের বিরোধটি নিষ্পত্তি করে দেওয়ার চেষ্টা করছেন। অথচ স্থানীয়দের সাথে কথা বলতে তিনি নিজেকে ইজারাদারদের একজন দাবী করে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করছেন এরকম একটি কল রেকর্ড সকালের সময় প্রতিবেদকের কাছে আসে। 
আর বালু আফতাব স্থানীয় এক সাংবাদিককে হুমকিদেন ঐ সাংবাদিক বা তার পরিবারের সদস্যরা যদি তাদের অবৈধ বালু উত্তোলনের বাধাদেন। তাহলে তিনি ঐ সাংবাদিককে শহর ছাড়া করে দিবেন। শহরের অনেক সন্ত্রাসীদেও সাথে তার গভির সম্পর্ক রয়েছে বলেও হুমকি দেন ঐ সাংবাদিককে। আফতাবের ঐকল রেকর্ডটি প্রতিবেদকের কাছে রয়েছে। 
এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরর্দার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে বালু উত্তোলনস্থল পরিদর্শন করেছি, এবং বালু উত্তোলন বন্ধ করে দিয়ে আসি।
তবে এলাকাটি জকিগঞ্জ থানাধিন হওয়ায় আমাদের কিছু করার নেই। তবে আমি স্থানীয়দের বলে আসছি, যদি এরা কানাইঘাট সীমানায় প্রবেশ করে তা হলে আমাকে জানানোর জন্য, আমি ব্যবস্থ গ্রহণ করবো।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা