ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মাছচাষীরা মাছ উৎপাদন করে দেশকে স্বয়ংসম্পূণ করেছেনঃ ডাঃ তৌহিদুজ্জামান


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১-৮-২০২৪ দুপুর ৪:৫৬
যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান তুহিন বলেছেন আমাদের দেশের মাছচাষীরা মাছ উৎপাদন করে দেশকে স্বয়ংস্পূণ করেছেন। তবে চাষীরা কখনো কখনো ক্ষতিগ্রস্থ হন। মাছের বিভিন্ন রোগ হয়ে কাংখিত উৎপাদনের লক্ষমাত্রা পূরণে বাঁধার সষ্টি করে। 
তিনি বলেন উন্নত প্রজাতির মাছ চাষ করতে হবে। খেয়াল রাখতে হবে মানব দেহের জন্য ক্ষতিকর এমন খাদ্য মাছে দেয়া যাবেনা। আমাদের দেশে মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা ধরে রাখতে হবে। উদাহরণ টেনে তিনি বলেন প্রথমে যখন ড্রাগন চাষ শুরু হয় তখন এর দাম ও চাহিদা ভালো ছিল। পরবতীতে ড্রাগন বদ্ধির লক্ষে টনিক ব্যবহার করা হয়। এটা যখন ক্রেতারা জানতে পারল তখন ভীত হয়ে তারা ড্রাগন কম খেতে শুরু করল। ফলে কষকরা ক্ষতিগ্রস্থ হলো। তাই এসব বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। 
তিনি কোটা বিরোধী ও চলমান আন্দোলন বিষয়ে বলেন, আমাদের সৌভাগ্য জননেত্রী শেখ হাসিনার মত নেত্রী পেয়েছি। তিনি মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। কিন্তু আমরা যদি নিজেরাই নিজেদের ধ্বংস করি তাহলে আমরা পিছিয়ে থাকব। দেশকে সাজাতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। তিনি সকলকে দেশের স্বাথে সহনশীল হবার আহবান জানান। 
তিনি বুধবার সকালে উপজেলা মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথগুলো বলেন। 
অনুষ্ঠানে উপজেলা নিবাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, উপজেলা কষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস , উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস, এম হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগ নেতা আজহার আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, কাশেম আলী ও আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হুসাইন, বেড়গোবিন্দপুর-মনমতপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুল হামিদ প্রমূখ। 
আলোচনা সভার আগে সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিতে অংশ গ্রহন করেন। এছাড়া তিনি কপোতাক্ষ নদে টেঙ্গুরপুর এলাকায় বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন।

এমএসএম / এমএসএম

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন