ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

উত্তাল নদীতে তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে নৌকাডুবিতে তিন শ্রমিক নিখোঁজের


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-৮-২০২৪ বিকাল ৭:৩৫
প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে চুড়ান্ত বিলও পরিশোধ করা হয়েছে। এদিকে তড়িঘড়ি করে বাকি কাজ শেষ করতে গিয়ে নৌকাডুবে নিখোঁজের পাঁচদিন পরেও তিন শ্রমিকের সন্ধান মেলেনি। ঘটনা গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলার শ্রীপুর ইউনিয়নের 
যমুনা নদীর ভাঙন থেকে গাইবান্ধা জেলার গোঘাট খানাবাড়ি রক্ষা শীর্ষক প্রকল্পে।
 
স্থানীয়দের অভিযোগ, বর্ষার আগে কাজ না করে যমুনা-ব্রহ্মপুত্র যখন উত্তাল তখন পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার ব্লক ফেলার কাজ শুরু করেন। উথাল-পাতাল ঢেউয়ের মধ্যে নৌকার ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজনের ভাড়ী ভাড়ী সব ব্লকসহ ৩০ জন শ্রমিক নৌকায় বহন করা ঝুকিপূর্ণ হলেও পানি উন্নয়ন বোর্ড বা ঠিকাদার কোনপক্ষই সেদিকে নজড় দেননি। 
 
মূলত: যমুনা নদীর ভাঙন থেকে গাইবান্ধা জেলার গোঘাট খানাবাড়ি রক্ষা শীর্ষক প্রকল্পের শ্রীপুর-২ প্যাকেজের আওতায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ মিটার নদী তীর সংরক্ষণের কাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো অন্তত: ২০ হাজার ব্লক ফেলার কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু সম্পুর্ণ কাজ শেষ হয়েছে বলে জুনেই ঠিকাদার শাহারিয়ার আহমেদকে বিল পরিশোধ করেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক। 
 
চুড়ান্ত বিল পরিশোধের পর কাজটি শেষ করতে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারকে তাগিদ দিলে তড়িঘড়ি করে ব্লক ফেলার কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু উজান থেকে নেমে আসা ঢলে যমুনা-ব্রহ্মপুত্র তখন উত্তাল। এমন সময় উত্তাল ঢেউ আর স্রোত উপেক্ষা করে ভারী ভারী সব ব্লক যমুনায় ফেলতে গিয়ে ঘটে নৌকাডুবির ঘটনা। 
এবিষয়ে জানতে একাধিকবার ঠিকাদার শাহারিয়ার আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে- ফোন রিসিভ করেননি তিনি। 
 
নিখোঁজ শ্রমিকদের কি সন্ধান পাওয়া গেছে মোবাইল ফোনে না- জবাব দেন, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক। প্রকল্পের মেয়াদ তো জুনে শেষ হয়েছে এমন প্রশ্ন করতেই হাফিজুল বলেন, স্যারের রুমে আছি, পরে কথা বলছি, বলে মোবাইল রেখে দেন তিনি। কাজ শেষ হবার আগে কেন চুড়ান্ত বিল পরিশোধ করা হয়েছে- এমন প্রশ্নের উত্তরটি আর জানা হয়নি নির্বাহী প্রকৌশলী হাফিজুল হকের কাছে। 
 
এবিষয়ে জানতে মোবাইলে কথা হয় পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মাবুবুর রহমানের সঙ্গে। 
মেয়াদ শেষ হবার আগে কেন চুড়ান্ত বিল দেয়া হলো- প্রশ্নের উত্তরে তিনি  বলেন, বিল দেয়ার নিয়ম আছে। তবে ঠিকাদারের ২০ পার্সেন্ট জামানতের টাকাতো আটকে রাখা আছে। তিন শ্রমিক নিখোঁজের পর কোন তদন্ত কমিটি, ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়নি, এমনকি শ্রমিকদের সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ড বা ঠিকাদারদের পক্ষ থেকে কোন সামগ্রী বিতরণ করা হয়নি। এতো ভারী ভারী ব্লক বহন করা হলেও নৌকায় কোন লাইফ জ্যাকেট ছিলোনা। এসব প্রশ্ন এড়িয়ে যান তিনি। 
 
গত ২৭ জুলাই শনিবার বিকেলের ঘটনা। গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুরে বাবুর বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ প্রকল্পের কাজে নৌকায় করে ব্লক ফেলার সময় মাঝিসহ ৩০ শ্রমিক নৌকা ডুবে নিখোঁজ হন। তাদের মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। এসময় আহতাবস্থায় বেশ কয়েকজনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
এ ঘটনায় নিখোঁজ হন আতোয়ার (৩৬), রাজু (৪৫), ও রশিদ (৪০)। সদর উপজেলার গিদারী ইউনিয়নের পশ্চিম বাগুড়িয়া তালতলা গ্রামে এই তিন শ্রমিকের জন্য পাঁচদিন ধরে নদীর পাড়ে অপেক্ষা করছেন স্বজনরা। 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, বাতাসের সঙ্গে নদীতে স্রোতের তীব্রতা ছিলো। এছাড়া ধারণ ক্ষমতার বেশি ব্লক নেয়ায় নৌকাটি ডুবে যায়।
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, যারা নিখোঁজ হয়েছেন এখনো তাদের জীবিত কিংবা মৃত কোন ভাবেই পাওয়া যায়নি। আলামত না পাওয়া পর্যন্ত আইনগত কোন পদক্ষেপ নিতে পারছেন না তারা।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে বাজারের চিত্র

সুবিপ্রবি অনুমোদিত স্থানে নির্মাণের দাবিতে যুক্তরাজ্যে স্মারকলিপি

দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা মুর্শেদ-ই-কামালের শুভেচ্ছা

মনোহরগঞ্জে সেতু আছে রাস্তা নেই ৫০ হাজার মানুষের দুর্ভোগ -২০ বছরেও উদ্বোধন হয়নি কোটি টাকার সেতু

সার সিন্ডিকেট ভাঙতে তৎপর নালিতাবাড়ী কৃষি অফিস: নেই সংকট

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াতে ইসলামী

ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার