ঢাকা শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

খালিয়াজুরীতে ভরা মৌসুমে পোনা মাছ ধরে অবাধে বিক্রি করছে জেলেরা


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৪-৮-২০২৪ দুপুর ৩:৪

বর্ষার এ ভরা মৌসুমে নেত্রকোণার হাওড় অধ্যুষিত খালিয়াজুরীতে বিভিন্ন জাতের ছোট ছোট  মাছের পোনা ধরে অবাধেঁ বাজারে বিক্রি আসছে  জেলেরা । খালিয়াজুরী উপজেলা রয়েছে মাছের অভয়ারন্য।  এখানে প্রায় ৮২ টি ছোট বড় হাওড়ে রয়েছে অসংখ্য জলাশয়। বর্ষায় পানিতে সব একাকার হয়ে যায় । তখন বিল ও হাওড় একাকার। এই ভাসমান পানিতেই বেড়ে উঠেই মিঠা পানির বিভিন্ন জাতের মাছ। কিন্তু মৎস্য আহরণকারীরা বিভিন্ন ধরণের নিষিদ্ধ জাল দিয়ে ছোট মাছে আহরণ করছে অবাধে বিক্রি করছে বাজারে। ছোট মাছ না ধরার আইন থাকলেও মানছে না জেলেরা, তদারকি নাই প্রশাসনের। 

বর্ষার শুরুতেই হাওড়ে দেশীয় মাছ প্রজননের উপযুক্ত সময়, ঠিক সময়েই  জেলেরা বেড় জাল,গনজাল, চায়না দুয়ারী জাল দিয়ে মাছ আহরণ করে ।  উপজেলার কৃষ্ণপুর,কল্যাণপুর,সদর,নয়াগাঁও, লেপসিয়া, জগন্নাথপুর,বোয়ালী এসব বাজারে দেধার্চে বিক্রি হচ্ছে, রুই,কাতল, পাবদা, আইড়, গুজি, বোয়াল মাছের ছোট ছোট পোনাসহ বিলুপ্তির পথে মাছের পোনাও। 
খালিয়াজুরীর ইজারাদার মোশারফ হোসেন বলেন, এখন মাছের প্রজনন কাল ও মাছের পোনা বড় হওয়ার সময়, এ সময়য়ে যদি মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন থেকে মাছের পোনা আহরণ ও বাজারে প্রকাশ্যে পোনা মাছ মাস দেড়েক  নিষিদ্ধ করা যেত তাহলে হাওড়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া সম্ভাবনা ছিল। তাছাড়া প্রশাসনের পাশাপাশি জনগণকে সচেতন করা গেলে হাওড় এলাকা থেকে মাছের বাম্পার উৎপাদন নিশ্চিত করা যেত। 
খালিয়াজুরী উপজেলার বোয়ালী গ্রামের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের হাওড়ে বড় বড় বেড় জাল দিয়ে ছোট মাছ ও বড় মাছের পোনা আহরণ করেছে কিছু লোভী জেলেরা, আর তাদের সহযোগিতা করছে স্থানীয়  কিছু নেতারা। অবৈধভাবে মাছ ধরার সুবিধা দিয়ে হাতিয়ে নিচ্ছে প্রতিমাসে লাখ লাখ টাকা । তবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা অবৈধ হলেও, স্থানীয় নেতার ক্ষমতার ভয়ে সাধারণ জনগণ মুখ খুলতে পারোনা হয়রানির ভয়ে। 

পোনা মাছ আহরণ প্রতিরোধে করণীয় সম্পর্কে  মুটোফোনে জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা বলেন, আমি খালিয়াজুরী আসার পর এ পর্যন্ত ৮ টি অভিযান পরিচালনা করেছি। তবে এ অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল দিয়ে পোনা মাছ আহরণ সম্পুর্ন বেআইনী। তিনি আরও জানান মৎস্য উৎপাদনে সরকারের যে লক্ষ্যমাত্রা তা পূরণ করতে দেশীয় মাছের প্রজননের সময়  মা মাছ ও মাছের পোনা আহরণ রোধে কাজ করছি। তবে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। 

এমএসএম / এমএসএম

মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা