সিলেট নগরীর বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ চলছে: সুনামগঞ্জে সংঘর্ষে আহত ২৫

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন স্থানে। নগরীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ছে। দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর কোর্ট পয়েন্টে আরও কয়েক দফা সংঘর্ষ হয়। বেলা ১টা থেকে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ দেখামাত্র তারা ‘ভ‚য়া ভ‚য়া’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ে। মুর্হুমুর্হু গুলির শব্দ ও সংঘর্ষের খবরে নগরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে নগরের গুরুত্বপুর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে, কয়েক দফা আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছে। এরির্পোট লেখা পর্যন্ত সিলেটে সংঘর্ষ চলছে।
এদিকে, সুনামগঞ্জে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও তাদের সাথে সহংতি জনতার সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ পায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় থেকে সংঘর্ষ শুরু হয়। পরে থেমে থেমে কোর্ট পয়েন্ট, জামতলা, আরফিনগর, পুরাতন বাস্টার্ডসহ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে সাধারণ শিক্ষার্থীকে উদ্দেশ্য করে পুলিশ পক্ষ থেকে টিয়ারগ্যাস, রাবার বুলেট। এসময় পুলিশকে উদ্দেশ্য করে শিক্ষার্থী সাধারণ জনতা ইটপাটকেল ছুড়ে। দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কজন শিক্ষার্থী গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।এদিকে সংঘর্ষে চলাকালীন সময়ে আহতদের উদ্ধার করার সময় পুলিশের রাবার বুলেটের স্পীন্টারে এডভোকেট মাসুক আলমসহ বেশ কয়জন আইনজীবী আহত হওয়ার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে হাইব্রিড নেতাদের মুখোশ উন্মোচন

আদমদীঘিতে আওয়ামীলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার
