ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট শহরজুড়ে পাড়া মহল্লায় ছড়িয়ে পড়েছে আন্দোলনকারীরা, চলছে থেমে থেমে সংঘর্ষ


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ৪-৮-২০২৪ বিকাল ৫:৩
সরকার পতনের একদফা দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনে সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নগরীর বিভিন্ন স্থানে ও পাড়া মহল্লায় ছড়িয়েন পড়েছে আন্দোলনকারীরা। পাশাপাশি অবস্থান নিয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও। আহত হয়েছেন বেশ কয়েকজন। এসময় একজন নিহতের খবর পাওয়া গেলেও এখনো নিশ্চিত করেনি প্রশাসনের কোন সূত্র।
জানা গেছে, সকাল থেকেই নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, বারুতখানা, সোবহানীঘাট, নয়াসড়ক, উপশহর, মদিনামার্কেট, টিলাগড়সহ শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রোববার ৪ আগস্ট) বিকেল চারটা থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের সশস্ত্র অবস্থান নিতে দেখা গেছে। কিনবিজ্রের দক্ষিণ পাশ ভার্থখলা এলাকায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এসময় পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবার আন্দোলনকারীরা একই স্থানে অবস্থান নেয়।এমন পরিস্থিতিতে শহরজুড়ে চাপা আতঙ্ক দেখা দিয়ে। আতঙ্কে গুরুত্বপুর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে।এরআগে দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা এসময় পুলিশ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন স্থানে। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ছে। বেলা ১টা থেকে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ দেখামাত্র তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এদিকে জেলার গোলাপগঞ্জে গুলিতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেনি। রবিবার (৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এরির্পোট লেখা পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সংঘর্ষ চলছে। 

এমএসএম / এমএসএম

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের

শৈলকুপায় দুর্গা প্রতিমা ভাংচুর, মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক