সাভারে কর্মবিরতির পর আগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরন করল শিক্ষার্থীরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সরকার পতনের পরবর্তী আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা স্বাভাবিক অবস্থায় ফেরাতে পুলিশ প্রশাসনের আয়োজনে ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শিক্ষার্থী,সুধীজনের সাথে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে মত বিনিময়ের মাধ্যমে ১২ ই আগষ্ট সাভার থানার কার্যক্রম শুরু হয়।
এরই ধারাবাহিকতায় গত দিনে অনুপস্থিত অনেক পুলিশ সদস্যই তাদের কর্মে ফিরে আসতে শুরু করেছে। এরই মধ্যে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা থানার বিভিন্ন ধ্বংসস্তূপ পরিষ্কার পরিচ্ছন্ন করে।
বুধবার ১৪ ই আগষ্ট সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রাশিদসহ পুলিশ সদস্যদের। শুভেচ্ছা বিনিময়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফাত আমিন বলেন, পুলিশের কাজে আমাদের দিক থেকে সার্বিক সহযোগিতা থাকবে পুলিশ জনগণের প্রতি মানবিক আচরণ করবে, এই প্রত্যাশা আমরা তাদের প্রতি রাখি। ড্যাফোডিল ইনভার্সিটির এক শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের প্রতি এক হাত আগিয়ে আসলে আমরা দুই হাত আগিয়ে যাব, এছাড়া সমাজে দুর্নীতি মুক্ত করতে আমরা পুলিশের পাশে থাকবো বলে আশ্বস্ত করেন।
বর্তমান সাভার থানার কার্যক্রম বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ শাহ জামান বলেন ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে কার্যক্রম শুরু করেছি তবে আমরা দুটি রুমে আপাতত থানার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।এ সময়ে থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম বলেন, কোটা বিরোধী আন্দোলনের পর এই সংকটময় মুহুর্তে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। এছাড়া বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি যারা বিভিন্ন ভাবে আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। এবং ভবিষ্যতে সকল শিক্ষার্থীসহ সকল শ্রেনীর মানুষের সহযোগিতার মাধ্যমে একসাথে কাজ করে দুর্নিতীমুক্ত সমাজ গড়তে কাজ করতে চাই।
এর পুর্বে গত ১২ ই আগষ্ট সাভার থানার স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এক সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দের সভাপতিত্বে বিএনপি ও জামায়াতের নেতৃবিন্দসহ সুশীল সমাজের অনেকে উপস্হিত ছিলেন।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবিব, জাঃ বিঃ ইতিহাস বিভাগের অধ্যাপকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহ, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ জামাল উদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাবেক ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, জামায়াত নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ মাষ্টার, এডভোকেট শহিদুল ইসলাম, সাভার মডেল কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদ হোসেন, সাভার মডেল শিক্ষক মো. হোসেন রানা, ঢাকা জেলা যুবদল নেতা আব্বাস উদ্দিন পাপ্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে সেনা কর্মকর্তাদের পাশাপাশি সাভার মডেল থানা এবং ডিবির অফিসার ইনচার্জ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে থানা থেকে লুন্ঠিত অস্ত্র উদ্ধারে সবার সহযোগীতা চাওয়া হয়। নেতৃবৃন্দ থানার সব পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানান। বৈঠকে কাউকে প্রতিপক্ষ না ভেবে আইনশৃঙ্খলা রক্ষায় সবার একযোগে কাজ করার উপরও গুরুত্বারোপ করা হয়েছে। এই সভার পর বিকেলে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও সেনা কর্মকর্তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সাভার মডেল থানায় যান। এর পর পুলিশ সুপার উপস্হিত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে পুনরায় থানার কাজ শুরু করার বিষয়ে প্রেস ব্রিফং এর মাধ্যমে চালু করেন। বিভিন্ন গনমাধ্যমের সাথে প্রশ্নত্তোর পর্বে সকলের সহযোগিতা কামনা করেন। তাৎক্ষনিক কয়েকজন ভুক্তভোগীকে আইনের সেবা নিতে থানাতে আসতে দেখা যায়। সার্বিক পরিস্হিতিতে আইনগত ভাবে সেবা নিশ্চিত করার আশ্বাস দেন। তবে থানা ভবন আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে পুলিশ এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম

সেতু নির্মাণে আশার আলো দেখছেন প্রায় ৫০ হাজার মানুষ

মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

পূর্বধলায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, কয়েক ঘণ্টা পর হৃদরোগে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান

রাণীশংকৈলে সোনার পুতুল প্রতারণার শিকার হয়ে গ্রেফতার-৫

ত্রিশালের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন আকন্দ গ্রেপ্তার

নড়াইলে ডাকাতিকালে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা, রায়ে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড

রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানবিক কুমিল্লা'র মানববন্ধন

শ্রেষ্ঠ পদক পাওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ
