ঢাকা মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

শেখ হা‌সিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: বক্কর


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-৮-২০২৪ দুপুর ৪:১০

বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সাবেক সহ সাংগঠ‌নিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে।দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে হবে। ছাত্র-জনতাকে হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কোটা আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে গণহত্যা চালিয়েছে। বিগত ১৫ বছর গুম, খুন সহ লুটপা‌ট করেছে।খু‌নি হা‌সিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানামূ‌খি ষড়যন্ত্র করছে। অ‌বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশ লুটেপুটে করে দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। তাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত। 

তি‌নি বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১১ টায় কা‌জির দেউরীস্থ নূর আহমদ সড়কে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে কো‌তোয়ালী, বাক‌লিয়া থানা বিএন‌পি, অঙ্গ ও সহ‌যোগী সংগঠন আ‌য়ো‌জিত অবস্থান কর্মসূ‌চি ও বি‌ক্ষোভ মি‌ছিলে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা বলেন।
 
তি‌নি বলেন, পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করছে, ডাকাতি করছে, বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে প্রপাগাণ্ডা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত জনগণ রুখে দেবে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। বাংলাদেশ একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সি‌নিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খা‌নের প‌রিচালনায় অবস্থান কর্মসূ‌চিতে বক্তব‌্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাবেক নেতা আবদুল মন্নান, জয়নাল আবেদিন জিয়া, সদরঘাট থানা বিএন‌পির সভাপ‌তি সালাউ‌দ্দিন, বিএন‌পি নেতা হাজী নুরুল আকতার, মোহাম্মদ আলী, আবদুল বাতেন, খোরশেদ আলম কুতুবী, আবদুল হাই, আজাদ বাঙ্গালী, আলমগীর আলী, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি এস এম ম‌ফিজ উল্লাহ, আ‌লি আব্বাস খান, মো.  শ‌রিফুল ইসলাম, সাধারন সম্পাদক জ‌সিম মিয়া, মোস্তা‌ফিজুর রহমান মোস্তাক, আবুল কালাম আবু, আবু সাঈদ হারুন, হাজী আবু মো. মহ‌সিন, সাইদুল সওদ্গর, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ আবু সু‌ফিয়ান, মো. সে‌লিম, এরশাদ হো‌সেন, আ‌মিন উল্লাহ,তানভীর ম‌ল্লিক, নূর জা‌হেদ বাবলু, মো. আলমগীর, বজল আহমদ, মো. হাসান, মো. বেলাল, এন মোহাম্মদ রিমন, দুলাল সওদাগর, আবদুল্লাহ আল সোনা মা‌নিক, আবুল জা‌লিল,, আবু সালেহ আ‌বিদ, সালেহ আহমদ, কামরুল কুতুবী, মাঈদু‌দ্দিন খান রা‌জিব, সাইদুল ইসলাম ফয়সাল, মো. হুমায়ুন, আবু শহীদ, মো. না‌জিম উ‌দ্দিন, মো. কাউছার প্রমূখ।

এমএসএম / এমএসএম

স্বাধীনতার পরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বিএনপির জন্ম: ডা. মাজহার

বকশীগঞ্জে কৃষকের ৬১ শতক জমি ধান নষ্ট করে দিলো প্রভাবশালীরা

রায়গঞ্জে লাখো মানুষের ভরসা দড়িটানা নৌকা : জনপ্রতিনিধিদের কেউ কথা রাখেনি

দেশী-বিদেশী ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে: মো.শাহজাহান

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত