রায়গঞ্জে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সিরাজগঞ্জে রায়গঞ্জে অতি দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত চক্ষুক্যাম্পে গিয়ে দেখা যায়, এক থেকে দেড় হাজার চক্ষুরোগের সেবাপ্রার্থীরা উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন করতে ভিড় করছেন। আগত রোগীদের চক্ষু পরীক্ষা সহ বিনামূল্যে ছানি অপারেশন ও পাওয়ার গ্লাস প্রদান করা হবে।
প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে এ চিকিৎসা সেবা এবং ২' শতাধিক রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎকরা।
শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে
অধ্যাপক এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের বাস্তবায়নে ও আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের সার্বিক সমন্বয়ে দরিদ্র চক্ষু রোগীদের এ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাওয়া নাছিমা বেগম, আবু সাঈদ, হাসান আলী, শ্রবণী খাতুন,আছিয়া বেগম ও রমজান আলী বলেন, আমরা গরিব মানুষ টাকার অভাবে ৪-৫শ টাকা দিয়ে চোখের ডাক্তারও দেখাতে পারিনা ঔষধও খেতে পারিনা তাই এখানে আসছি ডাক্তার দেখানোর জন্য। টাকা ছাড়া ফ্রি চোখ পরিক্ষা ও চশমাও নাকি দেয়, অনেক দিন ধরে অপেক্ষা করছি আরো দুইদিন আগে এসে মানুষের কাছে জেনে গেছি কোথায় দিবে। গ্রাম থেকে পায়ে হেঁটে আজ সকাল সকাল এ স্কুলে এসে স্লিপ কেটে লাইনে দাঁড়িয়েছি। এখানকার ডাক্তার গুলো খুব ভালো, অনেক্ষণ ধরে চোখ দেখে ব্যবস্থা পত্রসহ চশমা দিয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে শুভ উদ্বোধন করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম কামরুল হাসান ( পিআরএস)৷
বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজনকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেয়া প্রয়োজন। সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ। বিগত বছর ও এবছরে চক্ষু রুগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবাদান কার্যক্রম চলছে। জেলার ৯ টি উপজেলায় এ পর্যন্ত ৬ টি চক্ষু শিবির ক্যাম্প করা হয়েছে। এতে এলাকাবাসী উপকৃত হয়েছে বলে মনে করেন সচেতন মহল।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলার রোভার সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত স্কাউট গ্রুপের (আর এস এল) মো. আসলাম সেখ, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম