ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

বেনাপোল এসএ পরিবহন কুরিয়ার থেকে ভারতীয় পণ্য জব্দ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:৫১

বন্দর নগরী বেনাপোলে বহুল আলোচিত এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার অফিস হতে ভারতীয় পণ্য জব্দ করেছে ৪৯ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এখনো পর্যন্ত কি ধরনের পণ্য বা পণ্যসামগ্রী জব্দ বিবরন সম্পর্কে জানা যাইনী। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে থ্রীপিস, কসমেটিকস ও ঔষধের চালান জব্দ করেছে বিজিবি সদস্যরা। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বেনাপোল বাজারস্থ বিজিবি ক্যাম্পের একটি টহল দল এসএ পরিবহনের বেনাপোল অফিসে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেন। বেনাপোল এসএ পরিবহনের শাখার দায়িত্বরত ম্যানেজার আবুল বাশার বিজিবি কর্তৃক পণ্য সামগ্রী আটকের ঘটনা নিশ্চিত করে জানান,গতকাল সন্ধ্যায় কুরিয়ার অফিসে পণ্য বুকিং নেওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা একটি ব্যাগ জব্দ করে নিয়ে গেছেন বলে জেনেছি। তবে এ সময় তিনি অফিসে ছিলেন না বর্তমানে ছুটিতে আছেন।বিজিবির অভিযানে কি ধরনের পণ্য সামগ্রী উদ্ধার হয়েছে তা এখনো নিশ্চিত করেনী। বিষয়টি জানতে,৪৯ বিজিবি বেনাপোল সদর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহবুবের মুঠো ফোনে কল করলে বিজিবি কর্তৃক ভারতীয় পণ্য জব্দের সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে উর্দ্ধতন অফিসারের সাথে কথা বলে পরে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। এরপর একাধিক বার কল করেও সংবাদ লেখাকালীন সময় পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যাইনী। তবে কোম্পানী কমান্ডার খুদে বার্তার মাধ্যমে আনুমানিক আটক ভারতীয় ঔষধ ও থ্রি-পিস সিজার মূল্য ৭১,৭৫০/- টাকা বলে জানিয়েছেন। স্থানীয় ভাবে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই এসএ পরিবহনের বেনাপোল শাখা অফিসটিতে বেনাপোলের বিভিন্ন সীমান্ত হতে ভারত থেকে চোরাই পথে আসা অবৈধ পণ্য বহনকাজের জন্য বুকিং নিচ্ছে। ভারত হতে ভ্রমন,বিজনেস ভিসায় আগত পাসপোর্টযাত্রীদের পাসপোর্ট কপি সংগ্রহ পূর্বক পণ্যের চালান দেশের বিভিন্ন অভ্যান্তরে পৌঁছে দেওয়ার জন্য এসএ পরিবহন কুরিয়ারের বেনাপোল শাখায় নিয়মিত পণ্য বুকিং নিয়ে থাকে। এ সুযোগে কতিপয় চোরাকারবারী এছাড়াও ব্যবসায়ীরা ভারত হতে চোরাই পণ্য চালান জাল কাগজপত্র বানিয়ে দীর্ঘ দিন যাবৎ এসএ পরিবহনের মাধ্যমে শুল্ক ফাঁকির পণ্য সামগ্রী দেশের বিভিন্ন স্থানে অনায়াসে পাঠাচ্ছে। ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। অবৈধ বুকিং বাণিজ্যের কারনে এসএ পরিবহন কুরিয়ারের অসাধু কর্মকর্তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনেছে। একাধিক সূত্র হতে জানা যায়, বর্তমান দেশের এই ক্রান্তিকালে বেনাপোলের সীমান্তগুলো দিয়ে অনায়াসে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য প্রবেশ করছে। বিজিবি,স্থানীয় পুলিশ প্রশাসন,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও চোরাকারবারীর মূল হোতারা মিলে একটি শক্তিশালী সিন্ডিগেট গড়ে তুলে দীর্ঘ বছর যাবৎ চোরাকারবারী পণ্য বহনের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছে। পূর্বে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তায় একাধিকবার এসএ পরিবহনের পণ্যবাহী গাড়ি আটক করলেও অদৃশ্য শক্তিতে ছেড়ে দেওয়ার কারনে চোরাকারবারীরা এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসকেই তাদের অবৈধ ব্যবসা পরিচালনার একমাত্র নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিয়েছে। 

 

এমএসএম / এমএসএম

মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর  সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু

শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা

চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী

শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম

প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন

মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন

মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু

টাঙ্গাইল- ৬ আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু মনোনীত হয়েছেন