ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বৈষম্য দুরকরনে সিসেপ (SESIP) এর ১১৮৭ পদের জনবলের রাজস্বখাতে স্হানান্তরে মানববন্ধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ১:১৭

সিসেপ ( SESIP) অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনবভেস্টমেন্ট প্রোগ্রাম এর অধীনস্ত কর্মকর্তাগণ বুধবার ২১ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে কর্মরত  ১১৮৭ জনবলের পদকে রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে মানববন্ধন করে। 
মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বলেন, তারা স্কুল মনিটরিং নিবিড় একাডেমিক সুপারভিশন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কারিকুলাম বাস্তবায়ন, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা প্রসার, আইসিটি ভিত্তিক শিক্ষার প্রসার, বেসরকারি শিক্ষক-কর্মচারী গণের এমপিও কার্যক্রম কেন্দ্রীকরণ, মাউশি অধিদপ্তরের সেল শক্তিশালী করন সফটওয়্যার এর সার্বিক তত্ত্বাবধানে, সাধারণ  শিক্ষাধারার সাথে চালকৃত ভোকেশনাল ট্রেড কোর্স বাস্তবায়নে মনিটরিং  মনিটরিং, নকল মুক্ত পাবলিক পরীক্ষা আয়োজনের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন, সৃজনশীল মেধা প্রতিযোগিতা জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ইভেন্ট পরিচালনা খোকনের বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন কইরে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তাগণ। তারা আরো বলেন এই জনবল দিয়ে বিগত ১০- ২২ বছর সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে সারাদেশের মাধ্যমিক শিক্ষা খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। 
বর্তমান মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উচ্চতার শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা ব্যবস্থাকে আধুনিক উপযোগী করে লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিপি যৌথ অর্থায়নে ২০০১সাল থেকে ২০০৭ মেয়াদে সিসেপ চালু হয়। আবার ২০০৭ থেকে ২০১৪ মেয়াদ সিসেপ এর ফলোআপ প্রজেক্ট হিসেবে সিডিপি( SESDP)। সি ডি পি  এর ফলোআপ সকল কার্যক্রমের ধারা  বজায় রেখে ১৪ সালের জানুয়ারী আবারও সিসেপ চালু করা হয়।   যা সাত বারে সাত বছর মেয়াদ বৃদ্ধি করা হয় কিন্ত তা ২০২৪ সালে শেষ হবে। এতে তারা মনে করে কর্মরত ১১৮৭ জন একদিকে যেমন কর্মহীন হবে অপরদিকে শিক্ষার ধারাবাহিক  মানের অনেক ক্ষতি হবে বলে মনে করেন আন্দোলনকারীগন। 
বর্তমান তাদের উল্লেখযোগ্য বিবেচনায় মনে করেন, রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ২০২১ সালে সিসেপ শীর্ষক উন্নয়ন কর্মসূচির ১৪৩৯ টি পদের মধ্যে কর্মরত ১১৮৭ টি পদ জনবলসহ রাজস্বখাতে স্হানান্তর করে। কিন্ত অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা -৩ শাখা ২০২২ সালে উক্ত ১১৮৭ টি পদ জনবলসহ রাজস্ব খাতেই স্তন্ত্রের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্গোনোগ্রামে ৮০১ টি পদ শুধুমাত্র সৃজনের সম্মতি প্রদান করে। ইহাতে ৮০১ টি পদে সৃজনের সম্মতি প্রধান জন প্রশাসন মন্ত্রণালয়ের সম্মত সাথে সংগতিপূর্ণ নয় বলে মনে করেন। 
সংগঠনের নেতৃবৃন্দ মোঃ আব্দুল হাকিম ও মোঃ মহিদুলসহ সকলের প্রত্যাশা ও দাবি যে ১১৮৭ টি পদের জনবল কে সমাপনান্তে চাকুরীচ্যুত না করিয়া কর্মের সহিত রক্ষার্থে উক্ত ১১৮৭ টি পরিবারকে মানবতার জীবন যাপনের হাত থেকে রক্ষা করতে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের ফসল মাননীয় প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টামন্ডলী বিগত দিনের অর্থ মন্ত্রণালয় থেকে বঞ্চিত ১১৮৭ জনের প্রতি সদয় হবেন বলে তাদের দৃঢ় আশা। 

এমএসএম / এমএসএম

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত