ঢাকা বৃহষ্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্য দুরকরনে সিসেপ (SESIP) এর ১১৮৭ পদের জনবলের রাজস্বখাতে স্হানান্তরে মানববন্ধন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ১:১৭

সিসেপ ( SESIP) অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনবভেস্টমেন্ট প্রোগ্রাম এর অধীনস্ত কর্মকর্তাগণ বুধবার ২১ আগষ্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সামনে কর্মরত  ১১৮৭ জনবলের পদকে রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে মানববন্ধন করে। 
মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ বলেন, তারা স্কুল মনিটরিং নিবিড় একাডেমিক সুপারভিশন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কারিকুলাম বাস্তবায়ন, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা প্রসার, আইসিটি ভিত্তিক শিক্ষার প্রসার, বেসরকারি শিক্ষক-কর্মচারী গণের এমপিও কার্যক্রম কেন্দ্রীকরণ, মাউশি অধিদপ্তরের সেল শক্তিশালী করন সফটওয়্যার এর সার্বিক তত্ত্বাবধানে, সাধারণ  শিক্ষাধারার সাথে চালকৃত ভোকেশনাল ট্রেড কোর্স বাস্তবায়নে মনিটরিং  মনিটরিং, নকল মুক্ত পাবলিক পরীক্ষা আয়োজনের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন, সৃজনশীল মেধা প্রতিযোগিতা জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ইভেন্ট পরিচালনা খোকনের বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন কইরে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তাগণ। তারা আরো বলেন এই জনবল দিয়ে বিগত ১০- ২২ বছর সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে সারাদেশের মাধ্যমিক শিক্ষা খাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। 
বর্তমান মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উচ্চতার শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা ব্যবস্থাকে আধুনিক উপযোগী করে লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিপি যৌথ অর্থায়নে ২০০১সাল থেকে ২০০৭ মেয়াদে সিসেপ চালু হয়। আবার ২০০৭ থেকে ২০১৪ মেয়াদ সিসেপ এর ফলোআপ প্রজেক্ট হিসেবে সিডিপি( SESDP)। সি ডি পি  এর ফলোআপ সকল কার্যক্রমের ধারা  বজায় রেখে ১৪ সালের জানুয়ারী আবারও সিসেপ চালু করা হয়।   যা সাত বারে সাত বছর মেয়াদ বৃদ্ধি করা হয় কিন্ত তা ২০২৪ সালে শেষ হবে। এতে তারা মনে করে কর্মরত ১১৮৭ জন একদিকে যেমন কর্মহীন হবে অপরদিকে শিক্ষার ধারাবাহিক  মানের অনেক ক্ষতি হবে বলে মনে করেন আন্দোলনকারীগন। 
বর্তমান তাদের উল্লেখযোগ্য বিবেচনায় মনে করেন, রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ২০২১ সালে সিসেপ শীর্ষক উন্নয়ন কর্মসূচির ১৪৩৯ টি পদের মধ্যে কর্মরত ১১৮৭ টি পদ জনবলসহ রাজস্বখাতে স্হানান্তর করে। কিন্ত অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা -৩ শাখা ২০২২ সালে উক্ত ১১৮৭ টি পদ জনবলসহ রাজস্ব খাতেই স্তন্ত্রের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্গোনোগ্রামে ৮০১ টি পদ শুধুমাত্র সৃজনের সম্মতি প্রদান করে। ইহাতে ৮০১ টি পদে সৃজনের সম্মতি প্রধান জন প্রশাসন মন্ত্রণালয়ের সম্মত সাথে সংগতিপূর্ণ নয় বলে মনে করেন। 
সংগঠনের নেতৃবৃন্দ মোঃ আব্দুল হাকিম ও মোঃ মহিদুলসহ সকলের প্রত্যাশা ও দাবি যে ১১৮৭ টি পদের জনবল কে সমাপনান্তে চাকুরীচ্যুত না করিয়া কর্মের সহিত রক্ষার্থে উক্ত ১১৮৭ টি পরিবারকে মানবতার জীবন যাপনের হাত থেকে রক্ষা করতে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের ফসল মাননীয় প্রধান উপদেষ্টা ড, মুহাম্মদ ইউনুস ও অন্যান্য উপদেষ্টামন্ডলী বিগত দিনের অর্থ মন্ত্রণালয় থেকে বঞ্চিত ১১৮৭ জনের প্রতি সদয় হবেন বলে তাদের দৃঢ় আশা। 

এমএসএম / এমএসএম

মধুখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

রাণীশংকৈলে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

মোহনগঞ্জ হাসপাতালে সেবা বঞ্চিত হাওরপাড়ের দুই লাখ মানুষ

রায়গঞ্জ প্রেসক্লাবে আল আরাফাহ গ্রুপের অনুদান প্রদান

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ৭ জন গ্রেফতার

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত

রাজশাহীতে ৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

ছাতকে ধর্ষন মামলার আসামী রুহুল গ্রেফতার

চিতলমারীতে বিএনপি’র স্থায়ী কার্যালয়ের উদ্বোধন

প্রবাসে বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারীর এক ব্যক্তির মৃত্যু

রৌমারীতে অসাধু সার ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল