ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

পাটগ্রামে পানি নিষ্কাশনের নালা বন্ধ করায় তলিয়ে গেছে ফসল : ভোগান্তিতে গ্রামবাসী


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১:১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীনগর গ্রামের দবির মুন্সির টারী এলাকায় পানি নিষ্কাশনের নালা বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েয়ে প্রায় ৫০ বিঘা জমির ফসলি জমিতে। এর ফলে আমন ধানের চারা, শাকসবজি ও নার্সারির বিভিন্ন প্রকার গাছে পচন দেখা দিয়েছে। গ্রামবাসীরা স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে জানালেও কোনো কাজ হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার  আবুল হোসেন (৬০) প্রায় এক বছর আগে মাটি ভরাট করে পানি নিষ্কাশনের নালাটি বন্ধ করে দেন। এরপর থেকে জলাবদ্ধতা নিরসনের জন্য গ্রামবাসী স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের শরণাপন্ন হয়েও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেননি। ফলে পানিতে তলিয়ে আমন ধানের চারা নষ্ট হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। এ বিষয়ে এলাকাবাসী চলতি মাসে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন।

বাউরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নবীনগর গ্রামের দবির মুন্সির টারী এলাকার বাসিন্দা মশিউর রহমান মহসীন বলেন, পানি নিষ্কাশনের নালা বন্ধ থাকায় আমার ৭ বিঘা জমির রোপা আমন ধানের চারা তলিয়ে গিয়েছে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা যথাসময়ে না হয় তাহলে ফসলের ক্ষতি আরো বৃদ্ধি পাবে।

একই গ্রামের কৃষক মমিনুর রহমান (৪৮) বলেন, আমি খুবই গরিব মানুষ। ৪০ শতাংশ জমিত মেহগনি, মাল্টাসহ বিভিন্ন ধরনের গাছের নার্সারি দিয়ে আমার সংসার চলে। কিন্তু নার্সারিতে পানি জমে থাকার কারণে চারা মরে যাচ্ছে। এতে ২ লাখ টাকার বেশি ক্ষতি হবে।

বাউরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আনারুল ইসলাম বলেন, পানি নিষ্কাশনের নালাটি এক বছর আগে বন্ধ করেছেন আবুল হোসেন। তিনি কারো কোনো কথা শুনছেন না। ফলে গত বছর অনেক ফসল নষ্ট হয়েছে। এ বছরও প্রায় ৫০ বিঘা আবাদি জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির পানি যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষতির সংখ্যা দ্বিগুণ হবে।

অভিযুক্ত আবুল হোসেন (৬০) বলেন, আমি মালিকানা সম্পদ নিয়েছি। আমার জমি দিয়ে নালা দেব না। পানি যাবে কি যাবে না তাতে আমার কী? এ ব্যাপারে মিঠু ভালো জানে ।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুর রহমান বলেন, জলাবদ্ধতার বিষয়ে শুনলাম। স্থানীয়ভাবে খোঁজখবর নিচ্ছি ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি। যদি এতে সমস্যা সমাধান না হয় তাহলে আমি নিজে পরিদর্শন করে ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি