নরসিংদীতে সবজির বাজার চড়া
শনিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী শহরের, ভেলানগর, বটতলা, ব্রাহ্মন্দী বাজার ও নরসিংদী বড় বাজার ঘুরে দেখা গেছে সকল সবজির দামই চড়া। গত সপ্তাহে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৪৫০-৫০০ টাকা কেজি দরে। তবে এই সপ্তাহের চিত্র উল্টো। কাঁচা মরিচ বিক্রি ২০০-২৫০ টাকা কেজি দরে।
ভেলানগর বাজারে সবজি ক্রেতা পল্লী চিকিৎসক জয়ন্ত বণিক জানান, বাজারে সবজি আমদানি যথেষ্ট থাকলেও ভোক্তা পর্যায়ে দাম তেমন কমছে না।
একাধিক বাজার ঘুরে দেখা গেছে কেজি প্রতি খুচরা মূল্যে আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, দেশী জাতের ছোট আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, কচুর মুখি ৬০ টাকা, গাজর ১৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ১০০ টাকা, লম্বা বেগুন ৭০ থেকে ৮০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৭০ টাকা, শসা ৮০ টাকা, কাকরুল ৬০ থেকে ৭০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, পটল ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৫০ টাকা, ঝিঙা ৬০ থেকে ৭০ টাকা, ধনিয়া পাতা ২৪০ থেকে ৩০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৬০ টাকা, কলম্বো লেবুর হালি ৮০ থেকে ১৪০ টাকা, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা।
বাজারে মুরগির সরবরাহ বেড়েছে। ব্রয়লার মুরগি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় এবং সোনালি মুরগি কেজি ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের হালি ৫০ টাকা, পিঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকা, রসুন ২০০ টাকা, আঁদা ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে গিয়ে দেখা গেছে ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া। ইলিশ মাছ কেজি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৭শত টাকায়। রুই মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, কাতল মাছ ২৮০ থেকে ৩৫০ টাকা, চাষের ট্যাংড়া মাছ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি।
বিক্রেতারা জানান, তারা বেশি দাম দিয়ে সবজি মাছ কিনতে হচ্ছে তাই চড়া দামেই বিক্রি করছে। তারা আরো জানান বাজারে বর্তমানে বেচাকেনা কম। মানুষের উপস্থিতি কম থাকায় তাদের ব্যবসার অবস্থাও মন্দা যাচ্ছে।
সাধারণ ক্রেতারা জানান, নিয়মিত বাজার মনিটরিং করলে শাকসবজি ও মাছের দাম কমবে। তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
এমএসএম / এমএসএম