কোনাবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
গাজীপুরের কোনাবাড়ীতে দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম.মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম,অতিরিক্ত টাকা আদায় স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ রয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে একাডেমিক ভবনের সামনে এ বিক্ষোভ করেন তারা। পরে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী শিক্ষকদের আশ্বাসে দুপুর ১২ টার সময় ক্লাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান দৌড়ে পালিয়ে যায়। এর পরই শিক্ষার্থীরা আরও বেশি উত্তেজিত হয়ে উঠে। তাদের দাবী প্রধান শিক্ষক যদি অপরাধ না করে থাকে তাহলে কেন দৌড়ে পালিয়ে গেলো?
ঘটনার এক পর্যায়ে দেওয়ালিয়াবাড়ী আ. ক. ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী নয়নসহ কয়েকজন শিক্ষার্থী বলেন,তোমরা আমাদের ছোট ভাই বোনের মতো তোমরা ক্লাসে ফিরে যাও। তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর এর মধ্যে নিয়ম নীতি মেনে প্রধান শিক্ষককে পদত্যাগ করতে হবে। এছাড়াও ক্লাসের পাশাপাশি আন্দোলন চলমান থাকবে।
এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মিজানুর রহমানের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলিদের সাথে তার বেতন বৈষম্য রয়েছে। তিনি ঢাকা যাওয়া আসা বাবদ ৩ থেকে ৪ জার টাকা খরচের ভাউচার করতেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী খায়রুল প্রামানিকের কাছ থেকে রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন বাবদ ১৮ হাজার টাকা নিয়েছেন। এছাড়াও চলতি বছরে ১০ম শ্রেনীর ছাত্রী ছানিয়া আক্তারের কাছ থেকে রেজিষ্ট্রেশন কার্ড সংশোধন বাবদ ৭০০০ টাকা নিয়েছে প্রধান শিক্ষক। কিন্তু রশিদ দিয়েছে ১ হাজার টাকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক শিক্ষার্থীদের হুমকি প্রদানের অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। এমন হাজারও অভিযোগ রয়েছে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে দেওয়ালিয়াবাড়ী আ. ক. ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক
মোঃ মিজানুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
দেওয়ালিয়াবাড়ী আ. ক. ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন,আমরা এলাকার কিছু মুরব্বিদের বিষয়টি জানিয়েছি। ছাত্র, শিক্ষক এবং এলাকার
মুরব্বিদের নিয়ে বসে আগামী ৫ সেপ্টেম্বর এর মধ্যে বিষয়টি সমাধান করা হবে। তিনি আরো বলেন, ভুল ত্রুটি যাই থাকুক না কেন? আমাদের ছাত্র শিক্ষকদের মাঝে যেন সম্পর্ক নষ্ট না হয়। সেটা যেন আগের মতো চলে সেই চেষ্টা করা হবে।
এমএসএম / এমএসএম
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার