নরসিংদীর নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল হান্নান।মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে পুলিশ সুপার সাংবাদিকদের জানান নরসিংদী জেলার আইন-শৃঙ্খলার উন্নতি কল্পে তিনি আইনের মধ্যে থেকে মানবিক দিক বিবেচনায় রেখে কাজ করে যাবেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এর আগে তিনি গত শুক্রবার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।জানা গেছে, ঝিনাইদহ জেলার কৃতি সন্তান মো. আব্দুল হান্নান। গত মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে নিযুক্ত করা হয়। প্রজ্ঞাপন সূত্রে আরো জানা যায়, মহামান্য রাষ্টপতির আদেশক্রমে তাকে হবিগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট (পুলিশ সুপার) থেকে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য যে, তিনি একজন এডভোকেট, সাবেক বিচারক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। পুলিশ সুপার আব্দুল হান্নান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২৭ তম বিসিএসে তিনি পুলিশ ক্যাডার হিসাবে উত্তীর্ণ হন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার শফি উদ্দিনের ছেলে।
এমএসএম / এমএসএম