ঢাকা বৃহষ্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

রাস্তায় 'হকার বানিজ্য' বন্ধ হচ্ছে না


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ৪-৯-২০২৪ বিকাল ৭:২২

সিলেট সিটি করপোরেশন এলাকায় হকার বানিজ্যে বন্ধে সিটি করপোরেশন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই৷ বিগত ১সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবু আহমদ সিদ্দিকী'র নেতৃত্বে প্রধান নির্বাহী মোঃ ইফতেখার হোসেন চৌধুরী, কাউন্সিলরবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা অভিযানে অংশ নেন৷ এ সময় রাস্তায় অবৈধ হকার উচ্ছেদ, যানবাহন রাস্তায় অবৈধভাবে পার্কিং করে না রাখা সহ বিভিন্ন ব্যাপারে জনসাধারণকে সচেতন করেন ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। এই অভিযানে আগে নগরীতে ব্যাপক মাইকিং করা হয়।কিন্ত ফলাফল সেই আগের মত অবস্থায় চলে এসেছে৷ 

সরেজমিনে বুধবার দুপুরে লালদিঘীরপারে হকারদের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দেখা যায়, লালদিঘীরপার এলাকায় ক্রেতাশূণ্য ও বিক্রেতারা ও টিকমত আসেননি৷ কারন অনেক হকার আবার রাস্তায় পূর্বের মত তাদের পসরা সাজিয়ে বসে আছেন। এ কারনে কোনো কোনো জায়গায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। 

আব্দুল লতিফ নামে এক মৎসব্যবসায়ী জানান, আমরা লালদিঘীর পার এলাকায় নির্ধারিত স্থানে বসে ব্যবসা করি৷ কিন্ত অন্যান্য হকাররা মাগরিবের নামাজের পরে রাস্তায় চলে যায় তখন আমাদের এই জায়গায় ব্যবসা করা কঠিন হয়ে পড়ে। সকল হকারদের এই লালদিঘীপার এলাকায় নিয়ে  আসলে সবার জন্য ভালো হবে ও রাস্তায় যানজট সৃষ্টি হবে না। 

নাম প্রকাশ না করার শর্তে এক হকার বলেন, ৫ই আগষ্টের আগে রকীব আলী নগরীর বিভিন্ন এলাকা থেকে শুরু করে লালদিঘীর পার পর্যন্ত নিয়ে চাঁদা আদায় করতো ৷ লালদিঘীরপার মার্কেটে জোর করে একজনের দোকান আরেকজনকে টাকার বিনিময়ে দিয়ে দিত। এছাড়া সাবেক মেয়র আনোয়ারুজ্জামান এর ঘনিষ্ঠজন হিসেবে প্রভাব বিস্তার করে টাকাপয়সা আদায় করার অভিযোগ রয়েছে রকীব আলীর বিরুদ্ধে। 

হকারদের রাস্তায় বসা নিয়ে হকার ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর শ্রমিকদলের আহবায়ক আব্দুল আহাদ বলেন, ইতিমধ্যে সিটি করপোরেশনের প্রশাসকের নেতৃত্বে হকারদের রাস্তা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। হকারদের নির্বারিত জায়গা ছেড়ে রাস্তায় বসলে সিটি করপোরেশন ব্যবস্থা গ্রহন করুক। রাস্তায় হকার বসার ব্যাপারে আমার বা আমাদের সংগঠনের কারো কোনো সংশ্লিষ্টতা নেই। আমাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার নিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইফতেখার হোসেন চৌধুরী মহোদয়ের সাথে আলাপ আলোচনা হয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলরবৃন্দ ও আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আগামী সপ্তাহে এক যৌথসভা হওয়ার কথা রয়েছে। 

এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোঃ ইফতেখার হোসেন চৌধুরী বলেন, ১সেপ্টেম্বর থেকে আমরা হকার উচ্ছেদ অভিযান শুরু করেছি৷ প্রতিদিন সকাল ও বিকাল ২বার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। আশা করি হকাররা রাস্তা ছেড়ে তাদের নির্ধারিত জায়গায় ব্যবসা পরিচালনা করবে৷ হকারদের সুবিধার জন্য সিটি করপোরেশনের পিছনের রাস্তাটিও প্রসস্থ করে দিচ্ছে।

T.A.S / T.A.S

মহানবী (সা.) সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয়

সাটুরিয়ায় স্বামীর দেওয়া আগুনে স্ত্রীসহ নিহত ২: একজনের অবস্থা আশংকাজনক

সাতকানিয়া পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটিতে আহবায়ক-গৌতম শংকর ধর ,সদস্য সচিব-রাজীব নন্দী

রেলওয়ের স্টোর মুন্সি মাহমুদার বাসায় গ্যাসের অবৈধ সংযোগ

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে শান্তি শৃঙ্খলা পরিবেশের ব্যবসায়ীদের উদ্যোগে হিন্দুদের বিশ্বকর্মা পূজা সম্পন্ন।

উন্নয়নের স্বার্থে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান ডিসির

নেত্রকোণায় বুদ্ধি প্রতিবন্ধী অনিকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই : রফিকুল ইসলাম খান

পিরোজপুরের ব্যবসায়ীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

সুদ ব্যবসায়ীদের অত্যাচারে নিঃস্ব অনেকে গ্রাম ছেড়ে পালিয়েছে

লালমোহনে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের বিএনপির অনুদান প্রদান

তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান মালামালসহ চোরাকারবারি আটক