নরসিংদীতে ১০ লিটার চোলাইমদ সহ ১জন গ্রেপ্তার
নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার চোলাইমদ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা মাদকদ্রব্য অধিদপ্তর কর্তৃপক্ষ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (০৪ সেপ্টেম্বর) নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী-খ সার্কেলের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞার নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে অভিযানটি পরিচালনা করা হয়।
নরসিংদী মডেল থানাধীন ভেলানগর বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল নগর প্যালেসের সামনে মো. সাব্বির (২৩) কে ১০ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার করা হয়। নরসিংদী-খ সার্কেলের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
T.A.S / T.A.S