ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বর্ধিত পৌরকর প্রত্যাহারের দাবিতে মাগুরায় গণকমিটির মানববন্ধন


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ৪:৫২

মাগুরায় বর্ধিত পৌরকর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গণকমিটি মাগুরা জেলা শাখা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাগুরা পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় গণকমিটির মাগুরা জেলা আহ্বায়ক এটিএম মহব্বত আলী বলেন, মাগুরায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, মাগুরা টেক্সটাইল মিলস চালু ও কর্মসংস্থান সৃষ্টির দাবিতে গণকমিটির মানববন্ধন করছে।

এ সময় উপস্থিত ছিলেন- গণকমিটি মাগুরা জেলার যুগ্ম-আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষক নজরুল ইসলাম, গণকমিটি মাগুরা জেলার সদস্য শামসুন্নাহার জোছনা, অ্যাডভোকেট আহমেদ হোসেন, বজলুর করিম রাখু, আশরাফুজ্জামান শামীম। সমাবেশ সঞ্চালনা করেন গণকমিটি মাগুরা জেলার সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা পৌরসভায় পৌরকর বিগত বছরের তুলনায় কয়েকগুণ বাড়িয়ে দেয়া হয়েছে। পৌরসভার নাগরিকদের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়া, পূর্ব কোন নোটিস ছাড়া কোন নিয়মে এই কর বৃদ্ধি করা হলো তা আমরা অবহিত নই। বরং পৌরকর দেয়ার পরও তেমন পৌরসেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। এখানে কোনো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

তারা বলেন, বাড়ছে অপরিকল্পিত নগরায়ন, দেখার কেউ নেই। শহরের ময়লা-আবর্জনা পরিষ্কারের ভালো কোনো ব্যবস্থাপনা নেই। বিভিন্ন এলাকার বর্জ্য নদীতে ফেলে নদীদূষণ করা হয়। শহরে নারী ও পুরুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নেই। বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইট নেই বা নষ্ট। অনেক এলাকায় রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা, মানুষের দুর্ভোগ হয়। সব এলাকায় নিয়মিত মশার ওষুধ দেয়া হয় না। পৌরসভা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। কিন্তু আমাদের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে বর্ধিত এ পৌরকর প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরো বলেন, মাগুরা জেলার প্রধান সংকটগুলোর মধ্যে অন্যতম বেকার সমস্যা। এই সংকট সমাধানে তেমন কোনো উদ্যোগও চোখে পড়ে না। জেলায় কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। এখানে সরকারি কোনো শিল্প-কারখানা নেই। মাগুরা টেক্সটাইল মিলস অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে। মাগুরা দেশের কোনো প্রান্তিক এলাকা নয়। মাগুরা থেকে ঢাকা, মংলা বন্দর ইত্যাদি কাছে এবং যোগাযোগ ভালো। মাগুরায় ধান, পাটসহ কৃষিপণ্য ভালো উৎপাদন হয়। রয়েছে নবগঙ্গা, মধুমতি, ফটকিসহ বেশকিছু নদী। তাহলে কেন এই জেলায় শিল্প-কারখানা করা হবে না?

সমাবেশ শেষে  নিম্নলিখিত দাবি জানানো হয়--

১.  অবিলম্বে বর্ধিত পৌরকর প্রত্যাহার করতে হবে।

২. জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

৩. মাগুরা টেক্সটাইল মিলস চালু করতে হবে।

৪. কর্মসংস্থান সৃষ্টি ও নিত্যপণ্যের দাম কমাতে হবে। 

সমাবেশ শেষে ভারপ্রাপ্ত পৌর মেয়র বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

T.A.S / জামান

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ