মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান
মেহেরপুর জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং জেলা এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যানপাওয়ার অফিস (ডিইএমও) এর যৌথ উদ্যোগে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর টিটিসির অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। আনিসুর রহমানের সঞ্চালনায় রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর টিটিসির অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ শামীম হোসেন। তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রেমিট্যান্স যোদ্ধারা এক অনন্যের প্রতীক। রেমিট্যান্স যোদ্ধারা হাজারোও ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম স্বীকার করে দেশে বৈদেশিক মুদ্র পাঠাচ্ছে। এতে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে এবং দেশের অর্থনীতির মেরুদন্ড হিসেবে কাজ করছে। রেমিট্যান্স যোদ্ধারা বৈদেশিক মুদ্রা না পাঠিয়ে বিগত সরকারকে চাপে ফেলেছিলেন। এতে করে সরকার পতন অনিবার্য হয়ে ওঠে। সেই সময় এক প্রভাবশালী মন্ত্রী হাতজোড় করে রেমিট্যান্স যোদ্ধারাদের বৈদেশিক মুদ্রা পাঠাতে বলেন কিন্তু তারপরেও রেমিট্যান্স যোদ্ধারা বৈদেশিক মুদ্রা দেশে পাঠানো বন্ধ রেখেছিলেন। আবার সেই রেমিট্যান্স যোদ্ধারাই সরকার পতনের পরে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। তিনি আরো বলেন, প্রবাসে প্রায় এক কোটি রেমিট্যান্স যোদ্ধারা রয়েছে। এদের ওপর যদি চারজন পরিবারের সদস্য নির্ভরশীল থাকেন। তাহলে প্রায় ৫ কোটি লোক এই রেমিট্যান্স যোদ্ধারাদের দাঁড়ায় অর্থনীতিভাবে স্বাবলম্বী হচ্ছে। আমরা যদি সবাই এই রেমিট্যান্স যোদ্ধারাদের মর্যাদা দিই, তাহলে আমাদের দেশসহ সবাই সমৃদ্ধ হব। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন যে, আপনারা এই রেমিট্যান্স যোদ্ধারাদের পরিবারকে সহযোগিতা করবেন এবং তাদের খোঁজ খবর রাখবেন। যাতে করে আপনাদের দপ্তরে যেকোনো কাজের জন্য আসলে তাদেরকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানের বক্তারা আরো বলেন যে, যারা আমাদের দেশের অর্থনীতিকে মজবুত করছে। রেমিট্যান্স যোদ্ধারা ও তাদের পরিবার বিভিন্ন জায়গায় হয়রানি শিকার না হয়। এ বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। রেমিট্যান্স যোদ্ধাদের অবদানকে জাতীয়ভাবে মূল্যায়নের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো তিনজন রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিমুল রহমান এক বছরে রেমিট্যান্স পাঠিয়েছেন ১ কোটি ৪৩ লক্ষ ৪৪ হাজার ২২১ টাকা, রকিবুল ইসলাম পাঠিয়েছেন ৮৩ লক্ষ ৪৪ হাজার ৬১৩ টাকা ও রবিউল ইসলাম পাঠিয়েছেন ৫৯ লক্ষ ৮১ হাজার ৪০১ টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন-
মোয়াজ্জেম হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধি, তামিম আহমেদ, ইসলামী ব্যাংকের প্রতিনিধি, প্রকৌশলী শফিউদ্দিন, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধি, সিঙ্গাপুর প্রবাসী রোকনুজ্জামান, আবু মুসা ও মনিরা আখতারসহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দু ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দুগণ।
এমএসএম / এমএসএম
মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকদের মহাসড়ক-রেল অবরোধ
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম রেজাউল ইসলাম রেজু
শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেলেন-তৃপ্তি
মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব
বিএনপির মাদারীপুর এক ও তিন আসনে প্রার্থিতা ঘোষণা
গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত
কুমিল্লায় বিএনপি'র ৯ টি আসনের সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা
চাঁদপুর জেলার বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থী
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম
প্রথম বারের মতো ভোলা -৪ চরফ্যাশন মনপুরা আসেন মনোনয়ন পেলেন নূরুল ইসলাম নয়ন
মেহেরপুর বিএনপির মনোনয়ন পেলেন মাসুদ অরুণ-আমজাদ হোসন
মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মিঠু