ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শান্তিগঞ্জে শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির কর্মিসভা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১১:৪১

সুনামগঞ্জের শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শান্তিগঞ্জের শিমুলবাঁক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

শিমুলবাঁক ইউনিয়ন বিএনপি নেতা মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।

বক্তব্যে আনছার উদ্দিন বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে হনন করে স্বৈরাচার খুনি হাসিনা ও তার দোসররা দেশের মানুষের ওপর চেপে বসেছিল। বিগত ১৬ বছরে দেশে গুম, খুন ও নির্যাতনের সংস্কৃতি চালু করে দেশকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের দুঃশাসনে দেশের ছাত্র-জনতা ফুঁসে উঠে গত ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশকে অস্থিতিশীল করতে মরিয়া।

তিনি আরো বলেন, আপনারা দেখেছেন দেশকে অস্থিতিশীল করতে হাসিনার দোসররা জুডিসিয়াল ক্যু করে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ব্যর্থ চেষ্টা করেছিল। ওই চেষ্টা ব্যর্থ হলে আনসার-ভিডিপিকে উস্কে দিয়ে তাদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা প্রবেশ করে সচিবালয় ঘেরাও করে রেখেছিল। পরে ছাত্ররা ওই প্রচেষ্টাও ব্যর্থ করে দেয়। কাজেই আওয়ামী দোসরদের সকল প্রচেষ্টা রুখে দিতে বিএনপির সকল নেতাকর্মী সোচ্চার থাকবেন। 

তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মী বিএনপির প্রাণ। তৃণমূলের নেতাকর্মী বাঁচলে বিএনপি বাঁচবে। বিগত দিনে বিএনপির দুর্দিনে যারা বিএনপির সাথে ছিলে,ন বিএনপির সুদিন এলে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক নুর আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদ, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হোসাইন আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল লেইছ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, শিমুলবাঁক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মাহবুব আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ছাব্বির আহমদ, যুবদল নেতা মাহমুদুল হাসান, লিটন মিয়া, নুর আহমদ সবুজ, মহিউদ্দিন মুহিম, হুমায়ুন কবির ও মনসুর আলম, সিরাজুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওলীউর রহমান প্রমূখ। 

এ সময়  শিমুলবাঁক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আজমত আলী, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল লেইছ, বিএনপি নেতা মতিউর রহমান, শওকত মিয়া, ফয়জুল হক, আজমত আলী, গোলাম মোস্তফা, ফয়জুল হক, আশিক মিয়া, আবুল কাশেম, আব্দুল খালিক, আব্দুল কুদ্দুস, মহিম আলী, আব্দুর রউফ, তোফাজ্জল মিয়া, যুবদল নেতা সিজিল আহমেদ রনি, লিটন মিয়া, ফয়ছল, শরিফ, মোবাশশির, আতিক মিয়া, হুমায়ুন কবির, সুরত জামান বকুল, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমেদ, ছাত্রদল নেতা তানজিব আহমেদ, ফাহিম আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, এনামুল হক, রেজু মিয়া, ছাত্রদল নেতা রিয়াজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক