সিংড়ায় হাসপাতালে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে গেট নির্মাণ, ভোগান্তির শঙ্কা
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে যাওয়ার প্রধান সড়কে গেট নির্মাণ শুরু করেছে দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গেট নির্মাণের কাজ শেষ হলে গুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে চলাচল বন্ধ করে দেবে কর্তৃপক্ষ। বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের বিষয়টি ভাবছে তারা। স্থানীয় জনসাধারণসহ সচেতন মহল গেট নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন ।
জানা গেছে, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপক্সেে প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসে। একমাত্র প্রধান সড়ক হিসেবে থানা মোড়, জলারবাতা, তাজপুরসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ চলাচল করে। জরুরি সেবা নিতে সরকারি হাসপাতালে সেই প্রাচীনতম প্রধান রাস্তা বন্ধ করে স্কুলের গেট নির্মাণের কাজ চলছে। এতে ভোগান্তির শঙ্কা করছেন সেবাভোগী, পথচারী ও এলাকাবাসী। বিকল্প আরেকটি রাস্তা থাকলেও ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে না।
দমদমার রাকিব আলম বলেন, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের নতুন গেটটি তৈরি করছে স্কুল কর্তৃপক্ষ। এই রাস্তা দিয়ে শুধু সিংড়া থানার নয়, পার্শ্ববর্তী নন্দীগ্রাম ও তাড়াশ থানার প্রায় ৫ থেকে ৮ হাজার লোকজন চলাফেরা করে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপক্সে ও পশু হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সিংড়াবাসীসহ দুটি থানার লোকজন বিপদে পড়ে যাবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস বলেন, পার্শ্ববর্তী রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত গেট নির্মাণ বা রাস্তা যদি স্কুল কর্তৃপক্ষ বন্ধ করে দেয়, তাহলে অনেক সমস্যায় পড়বে মানুষ। নতুন রাস্তাটির কাজ কেমন হবে, রাম্তাটি কতটা প্রশস্ত হবে, দেখার পর বোঝা যাবে যে আমাদের হাসপাতালের অ্যাম্বুলেন্স এবং জরুরি ওষুধ পরিবহনের গাড়ি চলাচল করতে পারবে কি-না।
দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, গেটটি নির্মাণ করা হচ্ছে আমাদের স্কুলের দলিলি জায়গায়। তাছাড়া এখানে গেট সম্পন্ন হওয়ার আগে কলেজের নতুন ভবনের পাশ দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে, ওই রাস্তা দিয়ে মানুষ হাসপাতালে যেতে পারবে। রাস্তাটি আমরা এখনই পুরোপুরি বন্ধ করছি না।
T.A.S / জামান
ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক
সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু
কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি
মানিকগঞ্জে স্কুল বাসে আগুন
রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
নরসিংদীতে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৬৯ জন
দেশের ক্ষতি করে কাউকে বন্দর বা কোনো টার্মিনাল দেওয়া হবে না নৌ উপদেষ্টা
সামিরা আজিম দোলা সহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম
আনোয়ারায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মাছের প্রজেক্টের পাড়ে পড়ে আছে অজ্ঞাত লাশ
একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত
মনিরামপুরে কর্মী সভায় জামায়াত প্রার্থী এ্যাড. গাজী এনামুল