সিংড়ায় হাসপাতালে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে গেট নির্মাণ, ভোগান্তির শঙ্কা
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে যাওয়ার প্রধান সড়কে গেট নির্মাণ শুরু করেছে দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গেট নির্মাণের কাজ শেষ হলে গুরুত্বপূর্ণ এ রাস্তাটিতে চলাচল বন্ধ করে দেবে কর্তৃপক্ষ। বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের বিষয়টি ভাবছে তারা। স্থানীয় জনসাধারণসহ সচেতন মহল গেট নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন ।
জানা গেছে, সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপক্সেে প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসে। একমাত্র প্রধান সড়ক হিসেবে থানা মোড়, জলারবাতা, তাজপুরসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ চলাচল করে। জরুরি সেবা নিতে সরকারি হাসপাতালে সেই প্রাচীনতম প্রধান রাস্তা বন্ধ করে স্কুলের গেট নির্মাণের কাজ চলছে। এতে ভোগান্তির শঙ্কা করছেন সেবাভোগী, পথচারী ও এলাকাবাসী। বিকল্প আরেকটি রাস্তা থাকলেও ওই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে না।
দমদমার রাকিব আলম বলেন, দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের নতুন গেটটি তৈরি করছে স্কুল কর্তৃপক্ষ। এই রাস্তা দিয়ে শুধু সিংড়া থানার নয়, পার্শ্ববর্তী নন্দীগ্রাম ও তাড়াশ থানার প্রায় ৫ থেকে ৮ হাজার লোকজন চলাফেরা করে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপক্সে ও পশু হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সিংড়াবাসীসহ দুটি থানার লোকজন বিপদে পড়ে যাবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস বলেন, পার্শ্ববর্তী রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত গেট নির্মাণ বা রাস্তা যদি স্কুল কর্তৃপক্ষ বন্ধ করে দেয়, তাহলে অনেক সমস্যায় পড়বে মানুষ। নতুন রাস্তাটির কাজ কেমন হবে, রাম্তাটি কতটা প্রশস্ত হবে, দেখার পর বোঝা যাবে যে আমাদের হাসপাতালের অ্যাম্বুলেন্স এবং জরুরি ওষুধ পরিবহনের গাড়ি চলাচল করতে পারবে কি-না।
দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু জানান, গেটটি নির্মাণ করা হচ্ছে আমাদের স্কুলের দলিলি জায়গায়। তাছাড়া এখানে গেট সম্পন্ন হওয়ার আগে কলেজের নতুন ভবনের পাশ দিয়ে যে রাস্তা তৈরি করা হয়েছে, ওই রাস্তা দিয়ে মানুষ হাসপাতালে যেতে পারবে। রাস্তাটি আমরা এখনই পুরোপুরি বন্ধ করছি না।
T.A.S / জামান
মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা
হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা
মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই
রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়
যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ
পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার
সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস
জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা