ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জে রাস্তার বেহাল দশা: ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-৯-২০২৪ দুপুর ১২:৪১

মানিকগঞ্জের সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৈজুরী -মালশী গ্রামের কাঁচা রাস্তা দিয়ে এখন হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে। রাস্তাটির জন্য প্রতিনিয়তই দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছে, ৪০ বছর হলেও এই রাস্তায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের বৃষ্টিতে প্রায় সোয়া ২ কিলোমিটারের গ্রামীণ এই কাঁচা রাস্তাটি খানাখন্দ, গর্ত ও কর্দমাক্ত হয়ে আছে। দেখলে মনে হবে এটি রাস্তা নয়, ধানের চারা রোপণের জন্য হালচাষ করা হয়েছে। রাস্তাটি এমনই বেহাল, চাইলে এখন এ রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এমনকি হেঁটে চলাচলেরও কোনো অবস্থা নেই।

স্থানীয় বাসিন্দারা জানান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মহিউদ্দিনের পিতা তৎকালীন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এই রাস্তাটি করেছিলেন। তবে দীর্ঘ ৪০ বছরেও এ রাস্তায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। মাঝে মধ্যে রাস্তায় মাটি ও ইটের আদলা ফেলে জনসাধারনের চলাচলের উপযোগী করা হয়। বর্তমানে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাশয় তৈরি হয়ে যায়। বর্তমানে সড়কটিতে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ এলাকায় কোমলমতি শিক্ষার্থীরা এ পথ দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে নানা দুর্ঘটনায় সম্মুখিন হচ্ছে। এ রাস্তা দিয়ে বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কখনো কখনো মানুষ অসুস্থ হলে এ পথ দিয়ে যেতে বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমনকি চাকরিজীবী, ব্যবসায়ী, পথচারীরা এ পথ দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 

স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন বলেন, এই রাস্তা দিয়ে কাদামাটি মাড়িয়ে চলাচল করা আমাদের জন্য কষ্টের। প্রায় সোয়া দুই কিলোমিটারের রাস্তা দিয়ে পায়ে হেটেও চলাচল করা যায়না। ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যেতে কষ্ট হয়। রোগীকে হাসপাতালে নিতে হলে কোলে করে নিতে হয় কিন্তু সেটাও অনেক ঝুঁকির। রাস্তাটি পাকা করনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সরকারের সুদৃষ্টি কামনা করছি।

সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু বলেন, কৈজুরী থেকে মালশী পর্যন্ত রাস্তাটি কার্পেটিং এর জন্য এমপি কোটায় প্রস্তাব দিয়েছি। কিন্তু সেখানে আশানুরুপ কোন তথ্য না পাওয়ায় পরবর্তীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) এর নিকট ড্রেনেজসহ রাস্তাটির জন্য একটি প্রকল্পের প্রস্তাব করেছি। আশা করছি শীঘ্রই একটা ভাল খবর পাব। যদি তা না হয় তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রাস্তাটি ইট সোলিং করে দেয়া হবে, এমনটি আশ্বাস দেন তিনি।

এমএসএম / এমএসএম

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত