ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

শান্তিগঞ্জের ছয়হাড়া সেতুতে টোল আদায় বন্ধ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৪ রাত ১১:৪
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ছয়হাড়া সেতুর টোল আদায় থেকে দীর্ঘ বছরের পর মুক্তি পেয়েছে জনগণ। বছরের পর বছর ধরে টোল আদায় অব্যাহত থাকায় মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। তবে এবার এর পরিসমাপ্তি হতে চলেছে। অবশেষে শ্রমিকরা বন্ধ করে দিলেন ছয়হাড়া সেতুর টোল আদায়। গত রবিবার থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা সেতুটির টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেন।
 
জানা গেছে, রবিবার (১৬ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলা ট্রাক উপ-কমিটি পাগলা বাজার শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদু রহমান সাজ্জাদুর রহমানের সাথে টোল আদায় নিয়ে কথাকাটাকাটি হয় আদায়কারীদের। কথাকাটাকাটির একপর্যায়ে বাড়তি ৫০ টাকার জন্য সাজ্জাদের গায়ে হাত তুলতে আসেন ইজারাদারের নিয়োগকৃত কর্মীরা এবং তাকে ড্রাইভিং সিট থেকে নামিয়ে টানাহেঁচড়া করে টোল আদায়ের কক্ষে আটক করে রাখা হয়। পরে খবর পেয়ে পাগলা বাজারের সর্বস্তরের পরিববহন শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় সুনামগঞ্জ জেলার সকল পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্ধ বিষয়টি নিয়ে পাগলা বাজারে বসে টোল আদায়ের চার্ট দেখতে চাইলে ইজারাদার তা দেখাতে না পারায় টোল দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নেন। তখন থেকেই বিনা টোলে বিভিন্ন শ্রেণির যানবাহন চলছে।
 
এদিকে দীর্ঘবছর পর ছয়হাড়া সেতুতে টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন শ্রমিকসহ স্থানীয় জনসাধারণ। সিএনজিচালক মিসবাহ বলেন, টোল আদায় বন্ধ হওয়ায় ভালো লাগছে। শুধু আজই নয়, সব সময়ের জন্যই এই সেতুর টোল আদায় বন্ধ হওয়া উচিত। একাধিক ট্রাকচালক বলেন, অনেক সময় বাড়তি টোলও নিয়েছেন ইজারাদাররা। তাদের আচরণও খুবই খারাপ। টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি লাগছে। 
 
শান্তিগঞ্জ উপজেলা ট্রাক উপ-কমিটি পাগলা বাজার শাখার সাধারণ সম্পাদক ভুক্তভোগী সাজ্জাদুর রহমান সাজাদ বলেন, মিনিট্রাকের টোল ৭৫ টাকা নির্ধারিত থাকলেও যাওয়া এবং আসার টোল ১৫০ টাকা হলেও দীর্ঘ বছর যাবৎ তারা ২০০ টাকা করে নিচ্ছে। বাড়তি টাকা না দিতে চাইলে ইজারাদার ও তাদের নিয়োগকৃত লোকেরা আমার ওপর হামলা চালিয়ে আমাকে আটক করে।
 
শান্তিগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ শ্রমিক উপ-শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বজলুর রহমান বলেন, দীর্ঘবছর ধরে ছয়হাড়া সেতুতে  দিগুণ হারে টোল দিয়ে আসছেন শ্রমিকরা। এতে ক্ষুব্ধ তারা। গত রবিবার টোল প্লাজায় আমাদের এক শ্রমিককে তারা মারধর করে আটকে রাখলে সে আমাদের ফোন করে জানায়। পরে আমিসহ শ্রমিক নেতা মখদ্দুছ, আমির উদ্দিন, আব্দুস সামাদ,হিরণ মিয়া, আবির শাহ ওবায়দুল্লাহসহ পাগলা বাজারের সর্বস্থরের পরিবহন শ্রমিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাগলা বাজারে নিয়ে আসি এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেন ছয়হাড়া সেতুতে আর কোনো টোল দেয়া হবে না। আমরা আমাদের জেলার নেতাদের জানিয়ে এই টোল আদায় বন্ধ করেছি। যদি আর টোল আদায় করার পাঁয়তারা করা হয় তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। 
 
সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুর উদ্দিন বলেন, দীর্ঘবছর ধরে এই সেতুতে শ্রমিকদের কাছ থেকে বাড়তি টোল আদায় করা হচ্ছে। আমরা বারবার অনুরোধ করার পরও তারা জোরপূর্বক বাড়তি টোল আদায় করে আসছে। গত রবিবার বাড়তি টোলের জন্য তারা আমাদের এক ট্রাকশ্রমিককে মারধর করে আটকে রাখে। পরে সর্বস্তরের শ্রমিকরা তাকে উদ্ধার করে পাগলা বাজারে নিয়ে আসেন। এরপর জেলার সকল শ্রমিক সংগঠনক ঐক্যবদ্ধ হয়ে ওই সেতুর টোল আদায় বন্ধ করে দিয়েছি। যেহেতু পার্শবর্তী ১৫ কিলোমিটারের মধ্যে রানীগঞ্জ সেতুতে টোল আদায় করা হয়, সেহেতু ছয়হাড়া সেতুতে টোল আদায়ের কোনো যৌক্তিকতা নেই। আমাদের দাবি, কর্তৃপক্ষ যেন এই সেতুতে চিরস্থায়ীভাবে টোল আদায় বন্ধ করে দেয়।
 
এ ব্যাপারে টোল আদায়ের দায়িত্বে থাকা জালাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি চার্ট মোতাবেক টোল আদায় করছি। শ্রমিকরা টোল আদায়ের বিষয়ে বাধা দেয়ায় আমরা টোল আদায় বন্ধ রেখেছি। 
 
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা জানান, ইজাদারদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। আগামীকাল উভয় ক্ষকে নিয়ে আলোচনায় বসব। 
 
এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, ছয়হাড়া সেতুটি সরকারিভাবে ইজারা দেয়া হয়েছে। স্থানীয়ভাবে কেউ চাইলেই টোল আদায় বন্ধ করতে পারেন না। টোল আদায়ের নির্ধারিত চার্ট দেয়া আছে। তবে তারা যদি বাড়তি টোল আদায় করেন, সে বিষটি আমরা খতিয়ে দেখব।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ