ঢাকা বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

ঢাকায় সিনেমা "চন্দ্রতারা"র নায়ক হচ্ছেন "রোমেল ইশতিয়াক" 


তৌহিদুল ইসলাম তৌহিদ photo তৌহিদুল ইসলাম তৌহিদ
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১২:৩৭

২০২৫ সালকে স্বরনীয় করে রাখতে অভিনেতা রোমেল ইশতিয়াক  ১ লা জানুয়ারি ২০২৫ তার প্রথম চলচ্চিত্র চন্দ্রতারা  সিনেমায় নিজেকে উপস্থাপন করার দিন ঠিক করেছেন ।  চন্দ্রতারা সিনেমায় ইতোমধ্যেই সকল চুক্তি পত্র সাইনমানি সম্পন্ন করেছেন এই অভিনেতা। এই প্রথম রোমেল ইশতিয়াক কোন চলচ্চিত্রে নাম ভুমিকায় নিজেকে উপস্থাপন করছেন। একান্ত সাক্ষাৎ কালে তিনি আমাদেরকে জানান এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে তিনি সরাফ আহমেদ জীবন এর চক্কর শিরোনামে আরো একটি চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এর সাথে অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি ভাইটাল চরিত্রে।  চন্দ্রতারা  গল্পটি একটি অতি আধুনিক ইমোশনাল লাভ স্টোরি এ্যাকশান  ঘরনার। চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজের ওজন কমাতে হচ্ছে বলে জানান অভিনেতা রোমেল ইশতিয়াক - এই চলচ্চিত্রে বহু পরিচিত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা মিলবে, পাশা পাশি বেশ কিছু নতুন মুখের অভিনয় শিল্পীদের দেখা যাবে- চলচ্চিত্রের জন্য ইতোমধ্যেই ৪ টি গানের রেকর্ডিং এর কাজ প্রাই শেষের পথে। চলচ্চিত্রটি নির্মানে প্রযোজনা প্রতিষ্ঠান রয়েল বেঙ্গল চ্যারেটি বলেন। আমরা অনেক খুজে একটি গল্প নির্মাণ এর পরিকল্পনা করেছি। গল্পের জন্য রোমেল ইশতিয়াক কে প্রথমে আমাদের পছন্দ ছিলোনা। পরবর্তিতে রোমােল ইসতিয়াকের বেশ কটা নাটক দেখে মনে হয়েছে। আমাদের এমন একজন অভিনেতা প্রয়োজন যে'কিনা সকল বয়সের জন্য নিজেকে ভাংতে পারবে। চন্দ্রতারা গল্পে অভিনেতা রোমেল ইশতিয়াক'কে মোট তিনটা লুকে দর্শক দেখতে পাবে - সেকারনে আমরা তার বাল্যবাল বা টিনেজ বয়সের একটা লুকের জন্য অলরেডি ডায়েট সহ সকল প্রস্তুতি নিতে শুরু করেছি অভিনেতার উপর। চলচিত্রটির পরিচালক নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশের শর্তে  বলেন, আসলে  এই চলচিত্রটি  দুইজন পরিচালক পরিচালনা করবেন। সেকারনে আগামী মাসে সকল প্রিয়জন কলাকৌশলী ও প্রিয়  সাংবাদিকদ ভাই বোনদের  সাথে নিয়ে জমকালো আয়োজনের মধ্যদিয়ে মহরোত সহ  ফটোশুট ও পোষ্টার প্রকাশ, শিল্পী পরিচিতি পর্ব সম্পন্ন  করবেন বলে জানিয়েছেন। আরো বলেন অভিনেতা রোমেল ইশতিয়াক একজন গ্রামের যাত্রাপালা ও মঞ্চ নাটক থেকে উঠে আশা তারকা। তার অভিনিত অসংখ্য বাংলা নাটক ইতোমধ্যে জনপ্রিয় হয়েছে। এদিকে অভিনেতা রোমেল ইশতিয়াক বলেন। চন্দ্রতারা একটি সাধারণ  জীবনের ঘটনার রুপকার হয়ে একটি বার্তা নিয়ে আসবে দর্শক মহলে। আমাকে দেখে এই চলচ্চিত্র কেউ না দেখলেও আমার বিশ্বাস এই গল্পটি মানুষ দেখবে, এবং মেকিং  ও বাদবাকি সকল দিক ঠিক থাকলে এই গল্পের কথা মানুষ বহুকাল মনে রাখবে। অভিনেতা রোমেল ইশতিয়াক  সবার কাছে ভালোবাসা দোয়া চেয়েছেন তার চন্দ্রতারা'র জন্য।  তিনি বলেন আমি হিরো হয়ে নয়, ভালো অভিনেতা হয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।

এমএসএম / এমএসএম