সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ, আটক ৬ জনকে জেলহাজতে প্রেরণ
নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার চৌগ্রাম ও ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলো- সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল আলী মণ্ডল, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ গোপাল চন্দ্র সরকার (২২), চৌগ্রামের শিপন আলীর ছেলে রাকিব আলী (২২), প্রয়াত মুকুল হোসেনের ছেলে আব্দুল মমিন (২২), ডাহিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪২) এবং ভুক্তভোগী গৃহবধূর স্বামী বুদ্দু মোল্লা (৩৩)।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ২২ বছর বয়সী ওই গৃহবধূকে চৌগ্রাম এলাকার একটি ফাঁকা বাড়িতে তার স্বামী বুদ্দু মোল্লা ও প্রতিবেশী শহিদুল ইসলামের সহযোগিতায় গ্রামপুলিশ গোপাল চন্দ্র সরকার এবং অপর যুবক রুহুলের পাহারায় ধর্ষণ করে রাকিব আলী নামে এক যুবক। পরে সেখান থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশের মাহিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে সংঘবদ্ধ ধর্ষণ করেন যুবদল নেতা নাজমুল আলী মণ্ডল, তার আপন ছোট ভাই সাদ্দাম মণ্ডল এবং আব্দুল মমিন।
পরে ওই ঘটনায় ৮ জনের বিরুদ্ধে ভুক্তভোগী নারী সিংড়া থানায় এসে মামলা দায়ের করেন। সিংড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনায় আরো দুজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
T.A.S / জামান
ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক
সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু
কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি
মানিকগঞ্জে স্কুল বাসে আগুন
রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
নরসিংদীতে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৬৯ জন
দেশের ক্ষতি করে কাউকে বন্দর বা কোনো টার্মিনাল দেওয়া হবে না নৌ উপদেষ্টা
সামিরা আজিম দোলা সহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম
আনোয়ারায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মাছের প্রজেক্টের পাড়ে পড়ে আছে অজ্ঞাত লাশ
একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত
মনিরামপুরে কর্মী সভায় জামায়াত প্রার্থী এ্যাড. গাজী এনামুল