রায়গঞ্জে জনগণকে সেবা দিতে অপেক্ষায় থাকেন চেয়ারম্যান
সেবাপ্রত্যাশী জনগণ যেখানে ইউনিয়ন পরিষদে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতেন বা একটি স্বাক্ষরের জন্য দিনের পর দিন চেয়ারম্যানকে খুঁজে বেড়াতেন, কখনো কখনো বাড়িতে বা হাট-বাজারে চেয়ারম্যানকে খুঁজতেন একটি স্বাক্ষরের জন্য। যে কারণে চেয়ারম্যানদের প্রতি অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ, সেখানে এর উল্টো চিত্র দেখা গেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদে। সেখানে সকাল ৯টা থেকে দুপুরে বিশ্রামের সময় বাদে রাত ৮টা পর্যন্ত চেয়ারম্যানই অপেক্ষায় থাকেন জনগণের।
নিজ ইউনিয়ন পরিষদে সেবাপ্রত্যাশী জনগণের হয়রানি রোধে বিরামহীন কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান রাইসুল হাসান সুমন। নাগরিক সনদপত্র, প্রত্যায়নপত্র, জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, ডিজিটাল সেন্টারের মাধ্যমে ই-সেবা প্রদান, ভাতা গ্রহীতাদের বিভিন্ন সমস্যা নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এসব সেবা প্রদানে চেয়ারম্যান বা তার লোকজনকে কোনো টাকা দিতে হয় না। উল্টো যেই আসছেন, তাকেই নিজের টাকায় এককাপ চা খাইয়ে সন্তুষ্টি অর্জন করেছেন তিনি। ইউনিয়নবাসী চেয়ারম্যানের প্রতি এমনই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জনবান্ধব একজন চেয়ারম্যান রাইসুল হাসান সুমন এমন মন্তব্য করে ইউনিয়নের বাসিন্দারা বলেন, বিগত দিনে যারা চেয়ারম্যান ছিলেন, তাদের পরিষদে ঠিকমতো পাওয়া যেত না। একটি স্বাক্ষরের জন্য অনেক দিন পর্যন্ত ঘুরতে হয়েছে। এখন চেয়ারম্যানকে খুঁজতে হয় না, তিনিই দিন-রাত বসে থাকেন নাগরিকদের সেবা দেয়ার জন্য।
স্থানীয় বাসিন্দা বাবু ইসলাম, ইসমোতারা বেগম, আশা রানীসহ অনেকেই জানান, প্রতিদিনই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে বসে থাকেন। সারাদিন অন্ততপক্ষে তাকে ১০০ স্বাক্ষর করতে হয়। কারো প্রতি বিরক্তি প্রকাশ করেন না। বরং সেবা গ্রহীতাদের চা আপ্যায়ন করে তারপর বিদায় দেন। এতে তারা বর্তমান চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে চেয়ারম্যানদের বিরুদ্ধে শালিস বাণিজ্য ও মেম্বারদের থেকে বিভিন্ন প্রকল্পে কমিশন বাণিজ্যের বিস্তর অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে এমন অভিযোগ নেই। বরং কাজের স্বচ্ছতা ও ডিজিটাল সেবায় নাগরিক হয়রানি রোধে তিনি কার্যকর ব্যবস্থা নিয়েছেন।
ইতোমধ্যে যেসব গ্রামে কাঁচা সড়ক রয়েছে এবং ইউনিয়নের বিভিন্ন বাজারে পয়ঃনিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বেশকিছু প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছেন। এসব প্রকল্প অনুমোদন হলে অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন বাস্তবায়ন করতে সচেষ্ট রয়েছেন চেয়ারম্যান রাইসুল হাসান।
চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, একটি ইউনিয়নে জনগণের নানাবিধ কাজে চেয়ারম্যানের স্বাক্ষরের খুব প্রয়োজন। সেখানে একটি স্বাক্ষরের জন্য কেন মানুষকে দিনের পর দিন ঘুরতে হবে? আমি নির্বাচনের আগেই ওয়াদা করেছি, জনগণের হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনী সেই ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি।
T.A.S / জামান
তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই
চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা
জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী