শান্তিগঞ্জে বৈষম্যবিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সর্বোচ্চ শাস্তির দাবিতে শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী ও পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পাগলা বাজারে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের জামতলা থেকে শুরু হয়ে পাগলা বাজারের পূবালী ব্যাংক পর্যন্ত প্রদক্ষিণ করে পাগলা বাজার বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, মান্নানের ফাঁসি চাই, আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান’-সহ নানান স্লোগান দেন। বিক্ষোভপরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সজিব আল হাসান, সাকিব মিয়া, নাছির আলী, রাহাদ হোসেন, রাজুউল হক ও সাফওয়ান আহমদ উজ্জল।
বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ১৭ জুলাই শান্তিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমএ মান্নানের ছেলে সাদাত মান্নান ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে আমাদের মিছিলে বাধা দেন এবং শিক্ষার্থীদের ব্যানার কেড়ে নেন। গত ৩১ জুলাই এমএ মান্নান নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের আন্দোলনকে জামায়াত-বিএনপির আন্দোলন বলে শান্তিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন। সর্বশেষ ৪ আগস্ট এমএ মান্নানের নেতৃত্বে শান্তিগঞ্জ বাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ এনে মিছিল করেন। এসব ঘটনার প্রমাণ বিভিন্ন মিডিয়ায় রয়েছে। এরপরও আওয়ামী লীগের কিছু দোসর এমএ মান্নানকে নির্দোষ দাবি করে। এই দালালরা ষড়যন্ত্র করে তাদের গ্রাম ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে রাজপথে মিছিল করার অপচেষ্টা করেছে। আমরা এমএ মান্নানের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি এসব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।
এ সময় শিক্ষার্থী মাহিন আহমদ, ইমরান আহমদ, লিসান আহমদ, সবুজ কাউসার, জুবেল আহমদ, বিশ্বজিৎ দে শুভ্র, সাব্বির আহমদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
T.A.S / জামান

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’
