ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে অল্প বৃষ্টিতেই আঞ্চলিক সড়কের বেহালদশা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:১৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে অল্প বৃষ্টির পানিতেই বেহাল অবস্থা আঞ্চলিক সড়কের। কাদাযুক্ত ছোট-বড় গর্তে উপজেলার শ্যামনাই থেকে দুর্গাপুর দুই কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়েই অতিকষ্টে যাতায়াত করছে ওই দুই গ্রামের মানুষ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীদের। সড়কটি দুই গ্রাম ও ঘুরকা ইউনিয়নের শেষ প্রান্তে হওয়ার কারণে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এলাকাবাসী।

বর্ষা মৌসুমে কাদা জমে থাকায় যান চলাচল তো দূরে থাক, নিরাপদে হাঁটতেও পারেন না বাসিন্দারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন অতন্ত ৮ হাজার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজ করেননি। ফলে পাকা রাস্তা যেন স্বপ্নই থেকে যাচ্ছে।

সরেজমিন জানা যায়, সড়কটির প্রায় দুই কিলোমিটারের পুরোটারই বেহাল অবস্থা। বিশেষ করে বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত করাটা খুবই কষ্টদায়ক। সড়কটি ঘেঁষে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। অতিকষ্টে প্রতিদিন যাতায়াত করতে হয় কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষের। 

ফাহিম নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী জানায়, একটু বৃষ্টিতেই আমাদের ইউনিফর্ম নষ্ট হয়ে যায়। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষজনের যাতায়াত এই ঝুঁকিপূর্ণ সড়কটি দিয়ে। এলাকাবাসীসহ কোমলমতি শিক্ষার্থীরদের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে এ দুর্ভোগ থেকে যেন মুক্তি দেয়া হয়। 

শিক্ষক আয়নাল হোসন বলেন, রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামের শিক্ষার্থীরা অধিকাংশ সময় বিদ্যালয়ে সঠিক সময়ে উপস্থিত হতে পারে না। সরকারের কাছে দাবি, অতিদ্রুত রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করা হোক।

স্থানীয় কৃষক বাবুল হোসেন বলেন, জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচাই রয়ে গেছে। বর্তমানে কাদা রাস্তার কারণে ধানসহ অন্যান্য ফসল হাট-বাজারে নিয়ে বিক্রি করতে খুবই কষ্ট করতে হয়।

রনি, আব্দুল্লাহ, শাহাদাত ও লালচানসহ স্থানীয় বাসিন্দারা বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাই- অতিদ্রুত রাস্তাটি পাকা করে জনদুর্ভোগ লাঘব করা হোক। অভিযোগ করে তারা আরো বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ১০ বছরেও কোনো কাজ করেননি তারা।

জাফর নামে এক পথচারী বলেন, আমি এই এলাকার মেয়ের জামাই। বৃষ্টির দিনে শ্বশুরবাড়িতে এলে হাতে জুতা আর প্যান্ট উঠাতে হয় হাঁটু সমান। বিয়ের পর ধরেই দেখছি এই রাস্তার অবস্থা এমন। 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়ক পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

T.A.S / জামান

তানোরে বিএনপির রাজনীতিতে শীষ পরিবারের বিকল্প নেই

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট উপেক্ষা করেই- চলছিল কেরানী হাটের সেই বানিজ্য মেলা

জয়পুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে উঠান বৈঠক

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত