দেড় ঘণ্টার মধ্যে ৩ গরু চুরি, আটক ১
জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর পাহারা দিতে যাওয়ার দেড় ঘণ্টার মধ্যে এক মৎস্যচাষির তিনটি গরু চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মৎস্যচাষি জুয়েলের বাড়িতে বৃহস্পতিবার রাতে ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশী একজনকে সন্দেহ করে পার্শ্ববর্তী ইউনিয়নের একটি গ্রাম থেকে ধরে এনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আক্কেলপুর থানায় হস্তান্তর করেছে গরুর মালিক ও এলাকাবাসী।
অভিযুক্ত প্রতিবেশী আলী মামুদপুর দক্ষিণপাড়া গ্রামের মোহন রবিদাসের ছেলে প্রশান্ত রবিদাস (৩২)। প্রশান্ত রবিদাসের বিরুদ্ধে ইতিপূর্বে ক্ষেতলাল থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা, আক্কেলপুর থানায় দুটি চুরি ও তিনটি মাদক মামলা রয়েছে।
চুরি যাওয়া গরুর মালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টায় নিজ পুকুরের মাছ পাহারা দেয়ার উদ্দেশ্যে বাড়ির দড়জা বাইরে থেকে তালাবন্ধ করে যার। প্রায় দেড় ঘণ্টা পর বাড়ি ফিরে দেখেন দরজায় তালা নেই, বাড়ির ভেতরের গোয়ালঘরে থাকা একটি অস্ট্রেলিয়ান এবং দুটি দেশি জাতের বকনা নেই। গরু তিনটির মূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে শুক্রবার বেলা ১১টায় গরু চুরি করেছে সন্দেহে প্রতিবেশী প্রশান্ত রবিদাসকে পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের একটি বাড়ি থেকে ধরে এনে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে রেখে আক্কেলপুর থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়।
গরুর মালিক জুয়েল আরো বলেন, প্রশান্ত বিভিন্ন চুরির সাথে জড়িত। কয়েক দিন আগে আমার এক ভাতিজার অটো চুরি করতে গিয়ে তাড়া খেয়ে পালিয়েছিল। বৃহস্পতিবার সে বাজারে ৩-৪ জন অপরিচিত লোকজন নিয়ে ঘোরাফেরা করছিল। রাতে সে আমার গরু চুরি করে নিজ বাড়িতে না ঘুমিয়ে ভোরে গিয়ে দেওগ্রামের একটি বাড়িতে ঘুমিয়েছিল। সেখান থেকে আমরা তাকে ধরে এনে আক্কেলপুর থানায় খবর দেই।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন জানান, এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে। অভিক্তুক্ত প্রশান্ত রবিদাসের বিরুদ্ধে পূর্বের বেশ কয়েকটি চুরি ও মাদক মামলা রয়েছে। গরুগুলো উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট