মুক্ত হতে চায় ৪ মাস ধরে শিকলবন্দি খালেক
প্রায় চার মাস ধরে শিকলবন্দি অবস্থায় সিংড়া উপজেলা সদরে ঘুরে বেড়াচ্ছেন দিনমজুর আ. খালেক। বাসায় আর মন বসে না। কাজকর্ম করে বাকি জীবন কাটাতে চান তিনি। আর বন্দি থাকতে চান না। সে কিন্তু হাত-পায়ে বেড়ি। শিকল থেকে নিজের মুক্ত হওয়া অনিশ্চিত। তাই মুখ ফুটে বলছেন আর বন্দি থাকতে চান না। বন্দিজীবন থেকে মুক্ত হয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়বেন অজানার উদ্দেশে, যেখানে প্রভাবশালী কেউ আটকাবে না। তিনবেলা খেয়ে বাঁচতে চান আ. খালেক।
দরিদ্র আফসার আলীর ছেলে আ. খালেক নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। বাড়িতে বাবা আর মা। এক ভাই ছিল, সে বিদেশে কর্মে চলে গেছে।
স্থানীয় সূত্র জানায়, চৌগ্রাম ইউনিয়নের সারদানগরে বিয়ে করেন খালেক। কিছুদিন শশুরবাড়ি এলাকায় থাকার পর পারিবারিক ঝামেলায় স্ত্রী ডিভোর্স দিলে গ্রামে চলে আসেন তিনি। গ্রামে চলে আসার পর ভাইয়ের সাথে প্রায়ই কথাকাটাকাটি হতো। উত্তেজিত হতো, গালিগালাজ করত; এ কারণে ভাই ও চলে যায়। সে কা্রণে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েন আ. খালেক। কাউকে যাতে মারপিট না করে, এসব কারণে গ্রামের রুবেল ও ইউনুসের সহায়তায় তাকে বেড়ি পরানো হয়। তার পর থেকে তিনি শিকলবন্দি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সিংড়া থানা মোড়ে খালেককে শিকল পরা অবস্থায় দেখেন মানবাধিকারকর্মী হামিদুল্লাহ। খবর পেয়ে ছুটে আসেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকারকর্মী রাজু আহমেদ ও সাংবাদিক রবিন খান। তারা এ বিষয়ে তার সাথে কথা বলেন।
ইউপি সদস্য ওসমান আলী বলেন, আ. খালেক আগে থেকে প্রতিবাদী চরিত্রের। কিছু হলে অন্যকে মারপিটে উদ্যত হন। পরে শুনি তাকে শিকল পরানো হয়েছে।
এ বিষয়ে সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী জানান, ভুক্তভোগী ব্যক্তি স্বাভাবিক থাকলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। আমরা আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
টুঙ্গিপাড়ায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের ব্যতিক্রমী মতবিনিময় সভা
মেহেরপুরে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ যুবকের তিন মাসের কারাদণ্ড
মৌলভীবাজার-১ আসনে 'শাপলা কলি' নিয়ে নির্বাচনে লড়বেন এনসিপির তামিম
সাতকানিয়ায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১
বকশীগঞ্জে অসুস্থ তিন সন্তানের জননীর খোঁজ নিলেন ইউএনও শাহ জহুরুল হোসেন
মুকসুদপুরে চলমান জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা
বরগুনায় ঝুঁকিপূর্ন ভবনে আতঙ্কিত অবস্থায় শিক্ষা নিচ্ছে শিক্ষার্থীরা
১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ
খুলনায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক