ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কুবি অর্থ ও হিসাব দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালককে অব্যাহতি, তদন্তে কমিটি


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ১:৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থ ও হিসাব দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক কামাল উদ্দীন ভূঁইয়াকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অর্থ কমিটির (এফসি) সভায় সিদ্ধান্ত নেয়া হয়নি এমন একটি সুপারিশ সভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ করেছেন তিনি। পাশাপাশি এ ঘটনা তদন্তে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো আবু তাহের।
 
অভিযুক্তের ব্যাপারে বলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি প্রজ্ঞাপনের আলোকে গত নভেম্বরে অনুষ্ঠিত অর্থ কমিটির এক সভায় শিক্ষক-কর্মকর্তাদের মোবাইল ও ইন্টারনেট ভাতা সংক্রান্ত একটি সিদ্ধান্তের আলোকে ১ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত ১৫০০ টাকা করে দেয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু তিনি (কামাল উদ্দীন ভূঁইয়া) ৫ম গ্রেডকেও ১০০০ টাকা দেয়ার বিষয়টি যুক্ত করেন কার্যবিবরণীতে এবং ডিসেম্বর থেকে এই ভাতা তিনি দিয়ে আসছিলেন। এ ব্যাপারে তাকে দুবার নিশেধ করা হলেও তিনি মানেননি। ফলে তাকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ কমিটির কয়েকজন সদস্য বলেন, অর্থ ও হিসাব দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক কামাল উদ্দীন ভূঁইয়া তার কাজকে কখনই গুরুত্বসহকারে নিতেন না।। এছাড়া তিনি যে পদে বহাল আছেন সে পদের যোগ্যতা তার নেই। প্রতিবার অর্থ কমিটির মিটিংয়ে তার কাজ করে দেয়ার জন্য তার অধীনস্থ কর্মকর্তাকে তিনি আনতেন। এ বিষয়ে বারবার বলা হলেও কোননোকথা কানে তোলেননি। মানতেন না কোনো নিয়মশৃঙ্খলা।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, বিষয়টি এখন তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। যদি পঞ্চম গ্রেডের কর্মকর্তারা আসলেই টেলিফোন বিলের এক হাজার টাকা প্রাপ্য থাকেন সেটা পাবেন। কিন্তু বর্তমান সরকারি নির্দেশনায় যেটা আছে সেটা শুধু চতুর্থ গ্রেড পর্যন্ত। সরকার থেকে নির্দেশনা না এলে কিভাবে পঞ্চম গ্রেডের কর্মকর্তারা টাকা পায়?
 
তিনি আরো বলেন, কামাল সাহেব বিষয়টি মৌখিক বলেছিলেন যে, ইউজিসির পঞ্চম গ্রেডের কর্মকর্তারা মোবাইল ভাতা পায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম গ্রেড কেন পাবে না? আমি বলেছিলাম ঠিক আছে আমি চিঠি দেব তারপর যা সিদ্ধান্ত আসে দেখা যাবে। কিন্তু চিঠির কোনো উত্তর পাওয়ার আগেই তিনি কোনো নির্দেশনা না মেনেই এই ভাতা দিতে থাকেন। আমার কাছে শেষ তিন মাসের হিসাব এসেছে। তদন্তের মাধ্যমে আরো বেরিয়ে আসবে।
 
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাকির ছায়াদুল্লাহ খানকে আহ্বায়ক করে  ও বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানকে সদস্য সচিব করে তদন্ত কমিটি করা হয়েছে। এতে সদস্য হিসেবে আছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শেখ মকসেদুর  রহমান।
 
তদন্ত কার্যক্রমের ব্যাপারে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির সায়েদুল্লাহ খান জানান, আমরা চিঠি পেয়েছি। দু-এক দিনের মধ্যে কর্মপরিকল্পনা ঠিক করব। আপনারা দ্রুতই ফলাফল পাবেন।
 
অভিযুক্ত কামাল ভূঁইয়ার সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না।
 
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কামাল উদ্দীন ভূঁইয়া অর্থ কমিটির সদস্য সচিব হিসেবে নিয়োজিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেরোবিতে মুলা চাষ নিয়ে কেনো এত আলোচনা!

ইবিতে 'জুলাই স্মৃতি সংগ্রহশালা' উদ্বোধন

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বুটেক্সে 'জুলাই আন্দোলন ও মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে' আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাকৃবিতে দিনব্যাপী কর্মসূচি পালিত

জবিতে সম্মুখ সারির যোদ্ধাদের বাদ দিয়েই তৈরি হচ্ছে জুলাই ডকুমেন্টারি

পবিপ্রবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর

শতবাগ আবাসন নিশ্চিত, খাবার মানউন্নয়নসহ ৯ দফা দাবিতে চবি শিক্ষার্থীর একক প্রতিবাদ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ইবি শিক্ষার্থী সাজিদের ভিসেরা রিপোর্ট মতে মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে

চবিতে ছাত্রদলের মিছিলের সম্মুখসারীতে জুলাইয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।