ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে সাবেক দুই এমপিসহ ১৩৩ জনের বিরুদ্ধে মামলা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১১:৫৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দুই এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এদের একজনের নাম দিদারুল আলম এবং অন্যজন এসএম আল মামুন। মামলায় আরো ১৩১ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৫৩ জন এজাহারভূক্ত এবং অজ্ঞাত আরো ৮০ জনকে আসামি করা হয়। 

গত শনিবার (৫ অক্টোবর) রাতে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমান। তিনি জানান, মামলার তদন্ত করা হচ্ছে। একই সাথে আসামিদের গ্রেপ্তারে অভিযানও চলছে।

মামলার অন্য আসামিরা হলেন- বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, দিদারুল আলম, সাইফুল, দিদার সিদ্দিকী মেম্বার, আলাউদ্দিন আল মামুন, শামীম উদ্দিন মেম্বার, চন্দন ড্রাইভার, সুমন, হৃদয়, এমরান, আরিফ, করিম, পারভেজ, আকাশ, শাখাওয়াত হোসেন, ইকবাল হোসেন, ওসমান গণি তারেক, আবদুল হক, সুমন হোসাইন, বেলাল হোসাইন, সজিব, সালা উদ্দিন, আলমগীর, মানিক, জাফর মেম্বার, ইসমাইল সিরাজী, মহিউদ্দিন, মামুন, আফ্ফান, অনিক, জুয়েল, ফেরদৌস আলম, মোহাম্মদ রাশেদ, শহিদুল ইসলাম শানু, ফরহাদ, মবিন মেম্বার, রেজাউল করিম, নেজাম উদ্দিন, রাকিব হোসেন, জয়নাল আবেদীন মেম্বার, খায়রুল বশর, রফিক মেম্বার, রাকিব, মোস্তফা ও জাবেদ। 

এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৮০ জনকে। এজাহারনামীয় আসামিরা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পদের নেতাকর্মী।

মামলার বাদী সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ছিলেন। মামলার এজাহারনামীয় আসামি করা হয়েছে ৫৩ জনকে।অজ্ঞাত আসামি রয়েছে ৮০ জন।

মামলার বাদী বারৈয়াঢালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ এজাহারে উল্লেখ করেন, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দফায় দফায় ছয়বার তার ও তার পরিবারের ওপর হামলা করেছেন আসামিরা। এরমধ্যে পাঁচবার তাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। ষষ্ঠবার ২০২২ সালে তার নিজ এলাকার মসজিদে রমজান মাসে ইফতার চলাকালীন হামলা করা হয়। এ সময় তিনি গুরুতর আহত হন।

অহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামী সন্ত্রাসীদের রোষানলে পড়েন তিনি। আসামিরা তার বাড়িতে হামলার সময় সিসিটিভির ক্যাবল বিচ্ছিন্ন করে এলোপাতাড়ি ভাংচুর চালাতো। প্রতিবারই বাড়িতে না থাকায প্রাণে বেঁচে যান তিনি। সে সময় দেশের জাতীয় ও আঞ্চলিক শীর্ষ পত্রিকায় এসব হামলার সংবাদ প্রকাশিত হয়।

প্রসঙ্গত, পতিত স্বৈরাচার সরকারের উল্লিখিত দুই এমপির বিরুদ্ধে এ নিয়ে দুটি মামলা হলো। এর আগে চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করা হয়।

T.A.S / জামান

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা