ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সিংড়ায় কঠোর নিরাপত্তায় ৮১ পূজামণ্ডপে দুর্গোৎসব


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ২:৪০

নাটোরের সিংড়া উপজেলায় এ বছর কঠোর নিরাপত্তা বলয়ে ৮১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম এ শারদীয় দুর্গোৎসব শুরু হয়। গতবারের চেয়ে এবার পূজামণ্ডপের সংখ্যা কমেছে ১২টি। গত বছর ৯৩টি পূজামণ্ডপের আয়োজন ছিল। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজে আর্থিক সংকট ও সরকার পরির্বতনের প্রভাবে নিরাপত্তা শংকায় পূজামণ্ডপের সংখ্যা কমেছে বলে মন্তব্য করেছেন আয়োজকরা। এদিকে প্রতিটি মণ্ডপে সিসিটিভির আওতায় কঠোর নিরাপত্তায় পূজামণ্ডপ মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। 

পূজাকে ঘিরে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে এখন চলছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল ও উলুধ্বনিতে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে সাজসাজ রব। প্যান্ডেল ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে প্রতিটি মণ্ডপ। আগামী ১৩ অক্টোবর রবিবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী এই উৎসবের শেষ হবে। এ বছর দেবী দুর্গা মর্ত্যলোকে আগমন করবেন দোলায় চড়ে আর ঘোড়ায় চড়ে তিনি ফিরে যাবেন স্বর্গলোকে। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হাওলাদার ও সাধারণ সম্পাদক তাপস সরকার জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর থেকে সরকারি অনুদান হিসেবে প্রতি বছরের মতো এ বছরও ৫০০ কেজি চাল (ডিও) পাওয়া গেছে, যা স্ব স্ব মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকের কাছে পৌছে দেয়া হয়েছে। এছাড়া বিএনপি পরিবারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে তিনটি করে শাড়ি উপহার হিসেবে পেয়েছি।

তারা আরো জানান, সরকার পরির্বতনের প্রভাবে নিরাপত্তার শংকায় এ বছর ১২টি পূজামণ্ডপ কমেছে। এসব পূজামণ্ডপের বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজের। এ কারণে তাদের আর্থিক সমস্যাও বড় সমস্যা বলে জানান তারা। প্রশাসনের পাশাপাশি বিএনপি ও জামাতের নেতাকর্মীরা সহযোগতিা করছেন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছি। সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি আমরা কমিটি গঠন করে মাঠে রয়েছি।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ ও সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী বলেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার কথা ভেবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা মতবিনিময় করেছি। প্রতিটি মণ্ডপে আমাদের নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে। তারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্সাকারী বাহিনীকেও সহযোগিতা করছি।

সিংড়া থানার অফিসার ইনর্চাজ মো. আসমাউল হক জানান, উপজেলার সবগুলো মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি।  

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা জানান, প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার-ভিডিপি মোতায়েন করা হয়েছে। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া র‌্যাবের পাশাপাশি এ বছর সেনাবাহিনীও মাঠে আছে। রাজনৈতিক নেতাকমীরা আমাদের পাশে থেকে সহযোগিতা করছেন। আশা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূতভাবে পূজা পালন করতে পারবে।

এমএসএম / জামান

মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই

রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়

যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার

সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নেত্রকোনায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ